জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেসরকারি হাসপাতালে চিকিত্সা এমনিতেই যথেষ্ট ব্যয়বহুল। তার উপর আবার হাসপাতাল থেকে চড়া দামে ওষুধ কিনতে কার্যত বাধ্য হন রোগীর পরিবারের লোকেরা। তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়? উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, রোগীর পরিবারকে বেসরকারি হাসপাতাল থেকেই ওষুধ কিনতে বাধ্য করা যাবে না।
ঘটনাটি ঠিক কী? বেসরকারি হাসপাতালে এক আত্মীয়ের চিকিত্সা করাতে গিয়ে বিপাকে পড়েন সিদ্ধার্থ ডালমিয়া নামে এক ব্যক্তি। হাসপাতাল থেকে বেশি দামে তাঁকে ওষুধ কিনতে হয় বলে অভিযোগ। এই ঘটনার সুরাহা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিদ্ধার্থ। মামলাকারীর অভিযোগ, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, এমনকী অন্যন্য চিকিত্সা প্রতিষ্ঠানে একটি চক্র চলে। ফলে হাসপাতালে ফার্মান্সি থেকে ওষুধ কিনতে বাধ্য হন রোগীর পরিবারের লোকেরা। তাও আবার ন্যূনতম দামের থেকে বেশি টাকায়!
আজ, মঙ্গলবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সুর্যকান্তে বেঞ্চে। আদালতে পর্যবেক্ষণ, 'বেসরকারি হাসপাতালে ওষুধে চড়া দাম ও আর্থিক শোষণের রুখতে নির্দেশিকা তৈরির বিষয়টি সরকার বিবেচনা করা উচিত'।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)