Home> দেশ
Advertisement

কত দাম? কত জমি কিনেছেন প্রিয়াঙ্কা বঢরা? এখনই জানাতে হবে না, নির্দেশ কোর্টের

হিমাচল প্রদেশে জমি কেনা কাণ্ডে আপাতত স্বস্তিতে প্রিয়াংকা বঢরা। তিনি ওই প্রদেশে কত জমি কিনেছেন, কত দামে কিনেছেন, এখনই তা প্রকাশ্যে আনা যাবে না, জানিয়ে দিল হিমাচল প্রদেশের হাইকোর্ট। প্রিয়াংকার জমি কেনা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনতে হবে ১০ দিনের মধ্যে, গত মাসে নির্দেশ দিয়েছিল ইনফর্মেশন কমিশন। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন প্রিয়াংকা। হিমাচল প্রদেশে কত জমি কিনেছেন প্রিয়াংকা, প্রথমে তা তথ্যের অধিকার আইনে জানতে চান দেবাশিষ ভট্টাচার্য নামে এক ব্যক্তি। এরপরই তাঁর আইনজীবী মারফত প্রিয়াঙ্কা হিমাচল সরকারের কাছে আর্জি জানান, নিরাপত্তার স্বার্থে যেন তাঁর জমি সংক্রান্ত তথ্য প্রকাশ করা না হয়।

কত দাম? কত জমি কিনেছেন প্রিয়াঙ্কা বঢরা? এখনই জানাতে হবে না, নির্দেশ কোর্টের

ওয়েব ডেস্ক: হিমাচল প্রদেশে জমি কেনা কাণ্ডে আপাতত স্বস্তিতে প্রিয়াংকা বঢরা। তিনি ওই প্রদেশে কত জমি কিনেছেন, কত দামে কিনেছেন, এখনই তা প্রকাশ্যে আনা যাবে না, জানিয়ে দিল হিমাচল প্রদেশের হাইকোর্ট। প্রিয়াংকার জমি কেনা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনতে হবে ১০ দিনের মধ্যে, গত মাসে নির্দেশ দিয়েছিল ইনফর্মেশন কমিশন। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন প্রিয়াংকা। হিমাচল প্রদেশে কত জমি কিনেছেন প্রিয়াংকা, প্রথমে তা তথ্যের অধিকার আইনে জানতে চান দেবাশিষ ভট্টাচার্য নামে এক ব্যক্তি। এরপরই তাঁর আইনজীবী মারফত প্রিয়াঙ্কা হিমাচল সরকারের কাছে আর্জি জানান, নিরাপত্তার স্বার্থে যেন তাঁর জমি সংক্রান্ত তথ্য প্রকাশ করা না হয়।

Read More