Home> দেশ
Advertisement

Pune Bus Rape: ৫০০ পুলিস-ড্রোন-ডগ স্কোয়াডের তল্লাশি! খাবার-জল চাইতে গিয়েই জালে পুণের 'ধর্ষক' রামদাস...

Pune Shivshahi Rape: অপরাধীকে ধরে দিতে পারলে ১ লাখ টাকা 'ইনাম' ঘোষণা করে পুলিস। তারপরই পুলিসের হাতে আসে ফেরার রামদাসের খোঁজ।   

Pune Bus Rape: ৫০০ পুলিস-ড্রোন-ডগ স্কোয়াডের তল্লাশি! খাবার-জল চাইতে গিয়েই জালে পুণের 'ধর্ষক' রামদাস...

Pune Rape Accused Arrested: ৫০০ পুলিস। ডগ স্কোয়াড। ড্রোন তল্লাশি। ৪০০ গ্রামবাসীর তল্লাশি। বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভ। খোঁজ দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা। অবশেষে ধরা পড়ল পুণে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাদে। বাসের মধ্যে এক মহিলাকে ধর্ষণের ঘটনার ৩ দিন পর চিরুনি তল্লাশি চালিয়ে পুলিসের জালে এল অভিযুক্ত। জানা গিয়েছে, শিরুরের একটি আখের ক্ষেতে লুকিয়ে ছিল অভিযুক্ত। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ঘড়িতে তখন সাড়ে ৬টা। মঙ্গলবার পুণের স্বরগেট বাসস্ট্যান্ডে গিয়েছিলেন নির্যাতিতা মহিলা। সেখানেই একটি বাসের ভিতর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, কোন বাস ছাড়বে, তা দেখিয়ে দেয় অভিযুক্ত-ই। কিন্তু সেই বাসে ভিতরে কোনও আলো জ্বলছিল না। অভিযুক্ত জানায় যে, বাসের ভিতরে অন্য যাত্রীরা ঘুমোচ্ছেন। তাই আলো বন্ধ রাখা হয়েছে। এরপর  মহিলা বাসে উঠতেই  দরজা বন্ধ করে দেয় অভিযুক্ত। তারপর বন্ধ বাসের ভিতর তাঁকে ধর্ষণ করা হয়। এই মর্মে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখে, অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাদেকে শনাক্তও করে পুলিস। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা ছিল অভিযুক্ত। প্রতিবাদ-বিক্ষোভে সরব হন বিরোধীরা। রাজনৈতিক পারদ চড়তে থাকে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

এরপরই অপরাধীকে ধরে দিতে পারলে ১ লাখ টাকা 'ইনাম' ঘোষণা করে পুলিস। তারপরই পুলিসের হাতে আসে ফেরার রামদাসের খোঁজ। কুকর্ম করার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল দত্তাত্রেয় রামদাস। সেইসময় এক বাড়িতে খাবার-জল চাইতে যায় সে। সেই ব্যক্তি-ই পুলিসে খবর দেন। খোঁজ দেন রামদাসের। পুলিস সূত্রে খবর, পেশায় গাড়িচালক অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাদের বাড়ি শিরুরের গুনাত গ্রামে। এর আগেও তার বিরুদ্ধে ডাকাতি ও মোবাইল চুরি-সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। এককথায়, দাগী অপরাধী দত্তাত্রেয় রামদাস গাদে! আগেও জেল খেটেছে। এখন জামিনে মুক্ত।

আরও পড়ুন, TMC Mega Meet: তৃণমূলে ব্যাপক রদবদলের ইঙ্গিত! নেত্রী মমতা বললেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More