Home> দেশ
Advertisement

Physical Assault then clicks selfie: ফ্ল্যাটে ঢুকে ধ*র্ষ*ণ 'ডেলিভারি বয়ের'! তুলল সেলফি, শেষে মেসেজে লিখল...

Delivery boy allegedly raped woman: শুধু ধর্ষণই নয়, তরুণীর ফোন ব্যবহার করে সেলফিও তোলে সেই বর্বর। লিখে যায়, ভয়ংকর বার্তা। জ্ঞান ফিরে পেয়েই তরুণী ভয়ে সিঁটিয়ে যায়। 

Physical Assault then clicks selfie: ফ্ল্যাটে ঢুকে ধ*র্ষ*ণ 'ডেলিভারি বয়ের'! তুলল সেলফি, শেষে মেসেজে লিখল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বর্বরতা, ফের নৃশংসতা। আরও একবার ধর্ষণের ঘটনা তাজ্জব করে দিল সক্কলকে। পুণের কন্ডওয়া এলাকায় একটি অভিজাত আবাসিক কমপ্লেক্সে বুধবার সন্ধ্যায় এক ২২ বছর বয়সি তরুণীকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে এক ডেলিভারি এক্সিকিউটিভ বা কুরিয়ার কর্মী (delivery executive) পরিচয় দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার সময় ওই তরুণীর ফ্ল্যাটে প্রবেশ করে। 

আরও পড়ুন, Bengaluru Infosys Techie Arrested: প্যান্ট খুলে কমোডের উপর উঠে মোবাইলে লাগোয়া ওয়াশরুমে মহিলা সহকর্মীর অশ্লী*ল ভিডিয়ো! ইনফোসিসে গা ঘিনঘিনে কাণ্ড...

তারপরই ঘটায় এই ঘৃণ্য কাজ। পুলিস জানিয়েছে, ঘটনার সময় তরুণী একাই বাড়িতে ছিলেন, কারণ তাঁর ভাই বাইরে কাজে গিয়েছিলেন। অভিযুক্ত নিজেকে এক কুরিয়ার ডেলিভারি বয় বলে পরিচয় দিয়ে তরুণীকে জানায় যে, তার ব্যাংক থেকে একটি চিঠি এসেছে, যাতে সই দরকার। যখন ওই তরুণী জানান যে তার কাছে কলম নেই, তখন অভিযুক্তও দাবি করে যে তার কাছেও কলম নেই। এরপর তরুণী কলম আনতে নিজের শোবার ঘরে গেলে অভিযুক্ত সেই সুযোগে ফ্ল্যাটের মূল দরজা ভিতর থেকে লক করে ঘরে ঢুকে পড়ে।

এরপরই সে তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিস আরও জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী অভিযুক্ত তরুণীর ওপর এক ধরনের স্প্রে করে, যার ফলে মেয়েটি প্রতিক্রিয়া জানানোর আগেই অচেতন হয়ে পড়েন। চেতনা ফিরে পাওয়ার পর তরুণী নিজের মোবাইলে হুমকি বার্তা দেখতে পান, যাতে লেখা ছিল: "আমি আবার আসব।" এমনকী অভিযুক্ত তার ফোন ব্যবহার করে একটি সেলফিও তুলে রেখে যায়।

পুলিস ঘটনার খবর পাওয়া মাত্রই ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু হয়। ডিসিপি শিন্ডে জানিয়েছেন, 'বর্তমানে পুণে পুলিসের ১০টি টিম অভিযুক্তকে খুঁজে বের করতে কাজ করছে।' পাশাপাশি, ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহের কাজ শেষ করেছে, যার ভিত্তিতে পরবর্তীতে তদন্ত এগোবে। এই ঘটনার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার-র ধারা ৬৪ এবং ৭৭ এর অধীনে এফআইআর করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে পুলিস আবাসন সংস্থা ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।

আরও পড়ুন, Delivery Boy Death: বিলাসি আবাসনের ২২ তলায় রাতে ফুড ডেলিভারি করতে গিয়ে তাড়াহুড়োয় সুইমিং পুলে পড়ে শেষ সুইগিবয়...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More