Home> দেশ
Advertisement

Honour Killing: মেয়েকে বাইকের পিছনে বেঁধে রাস্তায় ঘষটে নিয়ে গেল বাবা, হাড়হিম করা দৃশ্য ভাইরাল!

মেয়েকে বাইকের সঙ্গে দড়ি দিয়ে বাঁধে বাবা। তারপর রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে রেললাইনের উপর ফেলে দেয় মেয়েকে। 

Honour Killing: মেয়েকে বাইকের পিছনে বেঁধে রাস্তায় ঘষটে নিয়ে গেল বাবা, হাড়হিম করা দৃশ্য ভাইরাল!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বাইকের সঙ্গে মেয়েকে বেঁধে রাস্তা দিয়ে টানতে টানতে মেয়েকে নিয়ে গিয়ে রেললাইনে ফেলে দেয় বাবা। তারপর রেললাইন থেকে উদ্ধার হল মেয়ের রক্তাক্ত নিথর দেহ। অনার কিলিং পাঞ্জাবে! হাড়হিম করা এই ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো দেখে শিউরে উঠছে সবাই। পাঞ্জাবের অমৃতসরের মুছল গ্রামে ঘটেছে ঘটনাটি।

জানা গিয়েছে, বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মেয়েটি। একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল সে। পরদিন ওই ছেলেটির সঙ্গেই বাড়ি ফিরে আসে মেয়েটি। ওই ছেলেটি মেয়েটির বয়ফ্রেন্ড! এখন বাড়ি ফিরতেই বাবার রুদ্রমূর্তির সামনে পড়ে মেয়েটি। বাড়ি থেকে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যাওয়ার মাশুল নিজের জীবন দিয়ে চোকায় সে। 

মেয়েকে বাইকের সঙ্গে দড়ি দিয়ে বাঁধে বাবা। তারপর রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে রেললাইনের উপর ফেলে দেয় মেয়েকে। রেললাইনের উপর থেকে মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করেন স্থানীয়রা। তাঁরাই পুলিসে খবর দেন। মেয়েকে এভাবে বাইকের পিছনে বেঁধে ফুল স্পিডে বাবার বাইক ছুটিয়ে নিয়ে যাওয়ার সেই ভয়ংকর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

আরও পড়ুন, Delhi Metro: যুবতীকে দেখে উত্তেজিত, সামনে দাঁড়িয়েই স্বমেহন যুবকের! কেলেঙ্কারি দিল্লি

মেট্রোয়...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More