Home> দেশ
Advertisement

YouTuber Jasbir Singh Arrested: জ্যোতির সঙ্গে মাখামাখি, পাকিস্তানের মাটিতে ভ্লগে সঙ্গী হ্যান্ডলার! পঞ্জাবের ইউটিউবার জসবীরও 'চর'...

Jyoti Malhotra-Jasbir Singh: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত জ্য়োতি মালহোত্রার সঙ্গেও এই যুবকের সংযোগ পাওয়া গিয়েছে বলে খবর। পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI-এর অফিসারের সঙ্গে যোগাযোগ ছিল জসবীরের। তিন-তিনবার পাকিস্তান গিয়েছিলেন।

YouTuber Jasbir Singh Arrested: জ্যোতির সঙ্গে মাখামাখি, পাকিস্তানের মাটিতে ভ্লগে সঙ্গী হ্যান্ডলার! পঞ্জাবের ইউটিউবার জসবীরও 'চর'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একা জ্যোতিতে (Jyoti Malhotra) রক্ষে নেই, জসবীর (Jasbir Singh) দোসর! পাকচরবৃত্তির অভিযোগে গ্রেফতার আরও এক ইউটিউবার জসবীর সিং। জান মহল নামে ইউটিউব চ্যানেল (Jaan Mahal) চালায় জসবীর। জ্যোতি মালহোত্রার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ জসবীর। পাক হাইকমিশনের আধিকারিক দানিশের সঙ্গেও যোগাযোগ। সূত্রের খবর, তিন দফায় পাকিস্তানে গিয়েছিল জসবীর। তাঁর কাছে একাধিক পাকিস্তানি (India-Pakistan Conflict) ফোন নম্বর মিলেছে।

আরও পড়ুন, India Beats China: চিনকে টেক্কা দিল ভারত! তালিকাতেই নেই দেউলিয়া পাকিস্তান...

ইতিমধ্যেই জসবীরকে গ্রেফতার করেছে। পাঞ্জাব পুলিস জানিয়েছে, জসবীর একটি পাকিস্তান-সমর্থিত গুপ্তচর চক্রের অংশ। এই গ্রেফতারি এক বৃহত্তর তদন্তের অংশ, যেখানে এর আগে হরিয়ানার প্রভাবশালী জ্যোতি মালহোত্রাকেও একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পাঞ্জাবের রূপনগর জেলার মহনলাল গ্রামের বাসিন্দা জসবীর। ‘জান মহল’ নামে ইউটিউবে তাঁর একটি চ্যানেল রয়েছে তাঁর। আন্তর্জাল দুনিয়ায় তাঁর এই চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ। 

যেখানে ১.১ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। ধৃত জসবীর সিংকে মোহালির স্টেট স্পেশাল অপারেশন সেলের হেফাজতে বর্তমানে রাখা হয়েছে এই সন্দেহভাজন ইউটিউবারকে। পাঞ্জাবের ডিরেক্টর জেনারেল অফ পুলিস (ডিজিপি) গৌরব যাদব বুধবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, 'মোহালির স্পেশাল সেল (SSOC) গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি গুপ্তচরচক্র ভেঙে ফেলে। এই চক্রের মূল ব্যক্তি রূপনগরের মহলান গ্রামের বাসিন্দা জসবীর সিং।' 

পাঞ্জাব পুলিস জানিয়েছে, রাজ্যের স্পেশাল অপারেশন্স সেলের সহযোগিতায় যশবীরের নাগাল মিলেছে। রূপনগরের মাহলানের বাসিন্দা জসবীরের সঙ্গে গুপ্তচরদের সংযোগ মিলেছে। পাক গুপ্তচর শাকির ওরফে জাঠ রণধাওয়ার সঙ্গে যোগাযোগ ছিল জসবীরের। পাকিস্তানের যে সন্ত্রাস নির্ভর গুপ্তচর নেটওয়র্ক, তার অংশ ছিলেন জসবীর।

আরও পড়ুন, Russia Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার ভারতের উপরও পড়তে পারে এই 'বোমা'! ৫০০% পর্যন্ত...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More