জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একা জ্যোতিতে (Jyoti Malhotra) রক্ষে নেই, জসবীর (Jasbir Singh) দোসর! পাকচরবৃত্তির অভিযোগে গ্রেফতার আরও এক ইউটিউবার জসবীর সিং। জান মহল নামে ইউটিউব চ্যানেল (Jaan Mahal) চালায় জসবীর। জ্যোতি মালহোত্রার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ জসবীর। পাক হাইকমিশনের আধিকারিক দানিশের সঙ্গেও যোগাযোগ। সূত্রের খবর, তিন দফায় পাকিস্তানে গিয়েছিল জসবীর। তাঁর কাছে একাধিক পাকিস্তানি (India-Pakistan Conflict) ফোন নম্বর মিলেছে।
আরও পড়ুন, India Beats China: চিনকে টেক্কা দিল ভারত! তালিকাতেই নেই দেউলিয়া পাকিস্তান...
ইতিমধ্যেই জসবীরকে গ্রেফতার করেছে। পাঞ্জাব পুলিস জানিয়েছে, জসবীর একটি পাকিস্তান-সমর্থিত গুপ্তচর চক্রের অংশ। এই গ্রেফতারি এক বৃহত্তর তদন্তের অংশ, যেখানে এর আগে হরিয়ানার প্রভাবশালী জ্যোতি মালহোত্রাকেও একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পাঞ্জাবের রূপনগর জেলার মহনলাল গ্রামের বাসিন্দা জসবীর। ‘জান মহল’ নামে ইউটিউবে তাঁর একটি চ্যানেল রয়েছে তাঁর। আন্তর্জাল দুনিয়ায় তাঁর এই চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ।
Acting swiftly on actionable intelligence, State Special Operations Cell (#SSOC), Mohali has unearthed a critical espionage network linked to Jasbir Singh, a resident of Village Mahlan, #Rupnagar.
— DGP Punjab Police (@DGPPunjabPolice) June 4, 2025
Jasbir Singh, who operates a #YouTube channel called “Jaan Mahal,” has been found…
যেখানে ১.১ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। ধৃত জসবীর সিংকে মোহালির স্টেট স্পেশাল অপারেশন সেলের হেফাজতে বর্তমানে রাখা হয়েছে এই সন্দেহভাজন ইউটিউবারকে। পাঞ্জাবের ডিরেক্টর জেনারেল অফ পুলিস (ডিজিপি) গৌরব যাদব বুধবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, 'মোহালির স্পেশাল সেল (SSOC) গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি গুপ্তচরচক্র ভেঙে ফেলে। এই চক্রের মূল ব্যক্তি রূপনগরের মহলান গ্রামের বাসিন্দা জসবীর সিং।'
পাঞ্জাব পুলিস জানিয়েছে, রাজ্যের স্পেশাল অপারেশন্স সেলের সহযোগিতায় যশবীরের নাগাল মিলেছে। রূপনগরের মাহলানের বাসিন্দা জসবীরের সঙ্গে গুপ্তচরদের সংযোগ মিলেছে। পাক গুপ্তচর শাকির ওরফে জাঠ রণধাওয়ার সঙ্গে যোগাযোগ ছিল জসবীরের। পাকিস্তানের যে সন্ত্রাস নির্ভর গুপ্তচর নেটওয়র্ক, তার অংশ ছিলেন জসবীর।
আরও পড়ুন, Russia Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার ভারতের উপরও পড়তে পারে এই 'বোমা'! ৫০০% পর্যন্ত...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)