Home> দেশ
Advertisement

AAP সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আক্রান্ত RTI কর্মী

দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন গত কয়েক মাস ধরে। দিল্লির আপ সরকারের বিরুদ্ধে PWD দুর্নীতির অভিযোগ তুলে RTI ফাইল করেছেন রাহুল শর্মা। এবার তার ওপরই সরাসরি আক্রমণ করা হল। তবে, তিনি অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

AAP সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আক্রান্ত RTI কর্মী

ওয়েব ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন গত কয়েক মাস ধরে। দিল্লির আপ সরকারের বিরুদ্ধে PWD দুর্নীতির অভিযোগ তুলে RTI ফাইল করেছেন রাহুল শর্মা। এবার তার ওপরই সরাসরি আক্রমণ করা হল। তবে, তিনি অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

তিনি বলেন, গতকাল গাজিয়াবাদ যাওয়ার সময় দুপুর ১২টা নাগাদ গউর শহরের কাছে হঠাত্ই হামলা হয় তাঁর ওপর। একটি মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতি এসে খুব কাছ থেকে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। যদিও, তিনি নিচু হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান। এর মধ্যে চারদিক থেকে মানুষ জড়ো হয়ে যাওয়ায় চম্পট দেয় দুষ্কৃতীরা।

রাহুল শর্মার অভিযোগ, AAP সরকারের বিরুদ্ধে দুর্নীতির আওয়াজ তুলেছি। তাই এই ধরনের হামলা তো প্রত্যাশিতই। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

 

আরও পড়ুন- আজ থেকে একাধিক খাতে লাগু SBI-এর নয়া চার্জ

Read More
;