নিজস্ব প্রতিবেদন: রেলের ভাড়া বৃদ্ধি পাওয়ার ফলে ক্রমশ যাত্রীদের তরফে চাপ বৃদ্ধি পায় রেলের উপর। অবশেষে শুক্রবার রেল জানিয়ে দিল মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলির জন্য "বিশেষ" ট্যাগ বন্ধ করা হচ্ছে এবং অবিলম্বে কার্যকর করা হবে পুরনো টিকিটের দাম।
আরও পড়ুন: Kolkata Book Fair: মাস্ক বাধ্যতামূলক, জানুয়ারির শেষে কোভিড বিধি মেনে কলকাতায় বইমেলা
করোনা ভাইরাসের কারনে শুরু হওয়া লকডাউন শিথিল হওয়ার পর থেকে, রেল কেবল বিশেষ ট্রেন চালাচ্ছিল। এই বিশেষ ট্রেন শুরুতে দূরপাল্লার ট্রেন চালানোর মধ্য দিয়ে শুরু হয়। এর পরে স্বল্প দূরত্বের ট্রেনগুলিও বিশেষ ট্রেন হিসাবে চালানো হয় এবং এই ট্রেনগুলিরও ভারা বাড়ান হয়।
আরও পড়ুন: JEE: আগামী বছরেও অফলাইনে পরীক্ষা, এপ্রিলের শেষে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স
স্বল্প দূরত্বের যাত্রী পরিষেবার ক্ষেত্রে এড়ানো সম্ভব এমন ভ্রমণ থেকে মানুষকে নিরুৎসাহিত করার জন্য স্বল্প দুরত্বের ট্রেনগুলিতেও ভারা কিছুটা বাড়ানো হয়। রেল বোর্ড, শুক্রবার জোনাল রেলওয়েকে একটি চিঠিতে জানিয়েছে সব ট্রেন এবার থেকে তাদের নিয়মিত নম্বর দিয়েই পরিচালিত হবে এবং প্রাক-কোভিড সময়ে ট্রেনের যা ভারা ছিল এবার থেকে সেই ভাড়াই আবার কার্যকর হবে।