Home> দেশ
Advertisement

Rajasthan horror: জ্ব*লছে দাউ দাউ করে! জ্ব*লন্ত শরীরেই ন'তলা থেকে ঝাঁ*প... তরুণের হা*ড়হিম কাণ্ড...

Rajasthan youth sets on fire and jumped from 9th floor: যাঁরা ওই ভয়ংকর দৃশ্য দেখেছেন, তাঁরা দু' চোখের পাতা এক করতে পারছেন না! বাড়ির গাড়ি থেকে পেট্রোল নিয়ে ন' তলার বারান্দায় উঠে আসেন... তারপরই...

Rajasthan horror: জ্ব*লছে দাউ দাউ করে! জ্ব*লন্ত শরীরেই ন'তলা থেকে ঝাঁ*প... তরুণের হা*ড়হিম কাণ্ড...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্বলছে! দাউ দাউ করে জ্বলছে একটা শরীর! সেই জ্বলন্ত শরীরেই অ্যাপার্টমেন্টের ন'তলা থেকে ঝাঁপ দিলেন এক তরুণ। বয়স ২৪ বছর। নিজের গায়ে আগুন দিয়ে নিজেরই অ্যাপার্টমেন্টের ন'তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বছর চব্বিশের ওই তরতাজা তরুণ। মৃতের নাম আদিত্য শর্মা। মর্মান্তিক, বীভৎস, হাড়হিম... গায়ে কাঁটা দিয়ে ওঠে এই ঘটনায়। যাঁরা ওই ভয়ংকর দৃশ্য দেখেছেন, তাঁরা এখনও শিউরে উঠছেন! এক করতে পারছেন না দু' চোখের পাতা!

ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর শহরের উপকণ্ঠে ভাঙ্করোটায়। ওই অ্যাপার্টমেন্টেই বাবা-মা এবং ছোট ভাইয়ের সঙ্গে থাকতেন আদিত্য শর্মা নামে ওই তরুণ। বাগরুতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। গত শনিবার রাত পৌনে ৮ টার দিকে বাড়ি ফিরে আসেন। এর কিছুক্ষণ পর ভাই বেরিয়ে যান। তখন ফ্ল্যাটে আদিত্য ও তাঁদের বাবা ছিলেন। এরপরই রাত সাড়ে ৯টা নাগাদ আদিত্য বাড়ির গাড়ি থেকে পেট্রোল নিয়ে ন' তলার বারান্দায় উঠে আসেন।

বারান্দায় দাঁড়িয়েই নিজের গায়ে পেট্রোল ঢালেন। তারপর আগুন ধরিয়ে দেন। তারপর জ্বলন্ত শরীরেই ন'তলা থেকে লাফিয়ে পড়েন। রাস্তায় উপস্থিত স্থানীয়রা ভয়ংকর এই ঘটনাটি প্রত্যক্ষ করেন। প্রত্যক্ষদর্শীরাই তৎক্ষণাৎ পুলিসকে খবর দেন। খবর পেয়ে পুলিস আসে। তাঁরা আদিত্যর বাবাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের রক্তাক্ত দেহ শনাক্ত করেন।

আদিত্যর মাথায় গুরুতর চোট ও সারা শরীর অর্ধদগ্ধ ছিল। সেই অবস্থাতেই আদিত্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এখনও কোনও  সুইসাইড নোট পুলিসের হাতে আসেনি। তবে প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, সম্ভবত আদিত্য ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির শিকার হয়েছিলেন। যা থেকেই এই পরিণতি।

আরও পড়ুন, UP siblings 22 page note: 'আমরা বাবা ডাকি, তোমার পছন্দ নয়, আমাদের মৃতদেহও ছুঁয়ো না...' ২২ পাতার বিস্ফোরক চিঠি ভাইবোনের! সব টাকা বন্ধুকে...

আরও পড়ুন, Delhi woman devoted wife image: 'মিস' করছেন খুব! দুঃখের গানে স্বামীর সঙ্গে ভিডিয়ো পোস্ট 'বিধবা' সোনিয়ার! আসলে সবটাই নাটক... বাস্তবে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

Read More