Home> দেশ
Advertisement

রাজধানীর রুটিন বদল! নিয়ম করে মিলবে না সন্ধের স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট

সম্ভবত বদলাচ্ছে রাজধানীর রুটিন। এতদিন এই এক্সপ্রেস ট্রেনে উঠলে, নিয়ম করে মিলত সন্ধের স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট। তবে এবার হয়ত তা উঠে যাওয়ার পথে। যাত্রীদেরই একটা বড় অংশ চাইছেন এমনটা। তাঁদের সঙ্গে কথা বলে এই মত রেল কর্তাদের। মোদী সরকারের দু বছর পূর্তি উপলক্ষ্যে শুরু হওয়া হামসফর সপ্তাহে যাত্রীদের সঙ্গে বিশেষ জনসংযোগ কর্মসূচি নেয় রেল। তাঁদের সুবিধা-অসুবিধা, দাবি-দাওয়া নিয়ে বহু জায়গায় সরাসরি কথা বলেন রেল কর্তারা। সেখানেই রাজধানী সম্পর্কে উঠে এল এই তথ্য। যাত্রীদের অনেকেই চাইছেন, খাবারের বিষয়টি রাজধানীতে অপশনাল করে দেওয়া হোক।

রাজধানীর রুটিন বদল! নিয়ম করে মিলবে না সন্ধের স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট

ওয়েব ডেস্ক: সম্ভবত বদলাচ্ছে রাজধানীর রুটিন। এতদিন এই এক্সপ্রেস ট্রেনে উঠলে, নিয়ম করে মিলত সন্ধের স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট। তবে এবার হয়ত তা উঠে যাওয়ার পথে। যাত্রীদেরই একটা বড় অংশ চাইছেন এমনটা। তাঁদের সঙ্গে কথা বলে এই মত রেল কর্তাদের। মোদী সরকারের দু বছর পূর্তি উপলক্ষ্যে শুরু হওয়া হামসফর সপ্তাহে যাত্রীদের সঙ্গে বিশেষ জনসংযোগ কর্মসূচি নেয় রেল। তাঁদের সুবিধা-অসুবিধা, দাবি-দাওয়া নিয়ে বহু জায়গায় সরাসরি কথা বলেন রেল কর্তারা। সেখানেই রাজধানী সম্পর্কে উঠে এল এই তথ্য। যাত্রীদের অনেকেই চাইছেন, খাবারের বিষয়টি রাজধানীতে অপশনাল করে দেওয়া হোক।

Read More