নিজস্ব প্রতিবেদন: দিল্লি থেকে মেরঠ, চালু হচ্ছে Rapid Rail পরিষেবা। এর জন্য আপাতত তৈরি করা হচ্ছে ১৭ কিলোমিটার লম্বা একটি লাইন। সেখানেই পরীক্ষামূলক দৌড় শুরু করবে Rapid Rail। এই ট্রেনের গতি হবে সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ট্রেনটিতে থাকছে প্রিমিয়াম ক্লাস।
এই ট্রেনের গতি পরীক্ষার জন্য ইতিমধ্যেই বিশেষ ধরনের কোচ চলে এসেছে উত্তরপ্রদেশে। প্রাথমিক স্তরে এই ট্রেনের ট্রায়াল হবে সাহিবাবাদ থেকে দুহাই পর্যন্ত। তবে যাত্রী পরিবহন শুরু হবে ২০২৩ সালে। বহুজাতিক সংস্থা অলস্টম গুজরাটের সাভলিতে তৈরি করছে এই ট্রেন।
রেল মন্ত্রক সূত্রে খবর, দিল্লি থেকে মেরঠ যেতে এই ট্রেনের সময় লাগবে ৫০-৫৫ মিনিট। দেশের রেল নেটওয়ার্কে এই এমন গতি সম্পন্ন ট্রেন এই প্রথম।
দিল্লি থেকে মেরঠ পর্যন্ত Rapid Rail এর যাত্রাপথে তৈরি হচ্ছে ২৫টি স্টেশন। প্রতি ৫-১০ মিনিট অন্তর পাওয়া যাবে এই ট্রেন। প্রতিটি স্টেশনে এটি থামবে ৩০ সেকেন্ড।
আরও পড়ুন-মাঝ সমুদ্রে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি, স্থলভাগ থেকে এখন ঠিক কতটা দূরে? দেখুন অবস্থান