জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের সমুদ্র সৈকতে ভেসে এল 'ডুমসডে ফিশ' (doomsday fish)! ৩০ ফিট লম্বা বিরল 'ডুমসডে ফিশ'! বিরল বিশালাকার এই মাছকে পাওয়া গিয়েছে তামিলনাডুর সমুদ্র সৈকতে। আর তারপরই আশঙ্কিত সবাই। সামনেই কি আসছে কোনও বড় বিপর্যয়? এই 'ডুমসডে ফিশ' ফিশ কি ভারতে কোনও বড় বিপদের ইঙ্গিত নিয়ে আসছে? বলাই বাহুল্য যে, দেশে আবার কোভিডের বাড়বাড়ন্ত। লাফিয়ে বাড়ছে আক্রান্ত। আক্রান্তের সংখ্যা ৪০০০-এর গণ্ডি পার করে গিয়েছে। বাড়ছে মৃতও... এহেন পরিস্থিতিতে 'ডুমসডে ফিশ'-এর ভেসে আসা, কোভিডের ফিরে আসা, আতঙ্কিত মানুষ দুয়ে-দুয়ে চার করছেন!
'ডুমসডে ফিশ' (doomsday fish)
এই 'ডুমসডে ফিশ' (doomsday fish) হচ্ছে একটি বিরল ওরফিশ। যা সাধারণত খুবই রহস্যময় ও গভীর সমুদ্রের প্রাণী। খানিক অপ্রত্যাশিতভাবেই এই মাছ তামিলনাড়ুর সৈকতে জেলেদের জালে ধরা পড়ে। এই ওরফিশটি 'প্রলয় মাছ' নামেও পরিচিত। কারণ এগুলি আসন্ন ভূমিকম্প বা সুনামির পূর্বাভাস দেয় বলে মনে করা হয়ে থাকে। আবার 'ডুমসডে ফিশ'ও 'অ্যাংলার ফিশ'-এর মতোই গভীর সমুদ্রের বিরল প্রাণী। এই 'অ্যাংলার ফিশ' আবার 'ব্ল্যাক সি ডেভিল' নামেও পরিচিত। এরা সবাই গভীর সমুদ্রের গহীন অন্ধকারে থাকে।
তামিলনাড়ুতে 'ডুমসডে ফিশ' (doomsday fish)
তামিলনাড়ুতে ধরা পড়া ওরফিশটি ৩০ ফুট লম্বা। ঝলমলে রুপোলি রঙের। ফিতের মতো দেহ। আর মাথায় লাল পাখনা ছিল। ৫-৬ জন জেলে মিলে এটিকে ধরে। এই বিরল 'ডুমসডে ফিশ'-এর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। দেখুন সেই ভিডিয়ো-
Doomsday fish have been found in Tamil Nadu, India. pic.twitter.com/MQWurkE9ZN
— ಸನಾತನ (@sanatan_kannada) May 31, 2025
'ডুমসডে ফিশ' ও প্রচলিত বিশ্বাাস
সমুদ্রের ২০০ থেকে ১,০০০ মিটার গভীরে এই 'ডুমসডে ফিশ' বা ওরফিশ দেখা যায়। এটিকে তাই বিরল মাছ-ই বলা হয়ে থাকে । এর বৈজ্ঞানিক নাম 'রেগালেকাস গ্লেসন'। জাপানি ও চিনা সংস্কৃতিতে ওরফিশ দেখতে পাওয়াকে দুর্যোগের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। জাপানি লোককাহিনীতে একে "রিউগু নো সুকাই" বলা হয়ে থাকে। যার অর্থ সমুদ্র দেবতার প্রাসাদ থেকে আসা বার্তাবাহক। বলা হয়, জলের নীচের কোনও নড়াচড়া টের পেলেই এরা সাঁতার কেটে উপরে উঠে আসে।
২০১১-র ভূমিকম্প ও 'ডুমসডে ফিশ'
২০১১ সালে যখন জাপানে ভূমিকম্প হয় ও সুনামি আছড়ে পড়ে, তখন মাত্র কয়েকদিন আগে এই ওরফিশ দেখতে পাওয়া গিয়েছিল। তবে এই লোককাহিনীর সত্যতা প্রমাণের জন্য কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন, Russia Ukraine War: ৪০ বোমারু বিমান চুরি রাশিয়ার! ইউক্রেন যুদ্ধের মধ্যেই সামনে এল সেই ভয়ংকর সত্যি...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)