নিজস্ব প্রতিবেদন: সাতসকালে সমুদ্র সৈকতে ভেসে এল বিশাল হোয়েল শার্ক। হইচই তামিলনাড়ুর বালিনোক্কাম বিচে।
আরও পড়ুন-জগদ্দল ATM লুঠ কাণ্ডে গ্রেফতার এক মহিলা, মূল অভিযুক্তের খোঁজে বিহারে রওনা পুলিসের ২ টিম
গত চার বছরে মান্নার উপসাগর ও পালক উপসাগরে এই প্রজাতির হাঙরের দেখা মিলেছিল মাত্র ৪টি। ফের দেখা মিলল রবিবার রামানাথাপুরমের ওই বিচে। টুইটারে ওই হাঙরের ছবি শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই। তবে এখনও পর্যন্ত জানা যায়নি হাঙরটি মৃত না জীবিত।
Tamil Nadu: A whale shark was washed ashore at Valinokkam Beach in Ramanathapuram district, earlier today.
— ANI (@ANI) August 30, 2020
(Image source: State Forest Department) pic.twitter.com/TJGCmKpNNx
গত জুন মাসে ১৮ ফুট লম্বা একটি হোয়েল শার্কের মৃতদেহ পাওয়া যায় ওই রামানাথপুরম জেলাতেই। ময়না তদন্ত করে ওই হাঙরের দেহ বিচেই কবর দিয়ে দেন বন দফতরের কর্মীরা।
আরও পড়ুন-টোকেনে 'না', মাস্ট হচ্ছে স্মার্ট কার্ড; মেট্রোর চাকা গড়ানো এখন সময়ের অপেক্ষা
বন দফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই ধরনের হাঙর মান্নার উপসাগর ও পালক উপসাগরে গত ৪ বছরে মাত্র ৪টে দেখা দিয়েছে। এদের শিকার করা আইনত নিষিদ্ধ। শিকার করলে শাস্তি হিসেবে ৩-৭ বছর পর্যন্ত জেল হতে পারে।