Home> দেশ
Advertisement

Ratan Tata: রতন টাটার মৃত্যুর ৯ মাসের মধ্যেই এ কী করল সংস্থা! এবার নগদ ২৪০০০০০০০০০ টাকায়...

Titan: রতন টাটার মৃত্যুর ৯ মাসের মধ্যেই চলে এল বিরাট খবর! এবার ২৪০০০০০০০০০ টাকায় সংস্থা করতে চলেছে এই কাজ...

Ratan Tata: রতন টাটার মৃত্যুর ৯ মাসের মধ্যেই এ কী করল সংস্থা! এবার নগদ ২৪০০০০০০০০০ টাকায়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের সামাজিক বাস্তুতন্ত্রের এক সত্যিকারের স্বপ্নের সওদাগর ছিলেন রতন টাটা (Ratan Tata)। প্রয়াণকালে বয়স হয়েছিল ৮৬ বছর। দেশের সবচেয়ে প্রিয় শিল্পপতিদের মধ্যে একজন ছিলেন তিনি। তাঁর দৃষ্টিভঙ্গি ব্যবসায়িক জগতের সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয় স্পর্শ করে নিয়েছে। এহেন টাটার মৃত্যুর ৯ মাসের মধ্যেই চলে এল বিরাট খবর! 


টাটার বিরাট পদক্ষেপ

টাটা গোষ্ঠীর অলংকার নির্মাতা টাইটান (Titan), এবার সংযুক্ত আরব আমিরাশাহি ভিত্তিক দামাস জুয়েলারির (Damas Jewellery) ৬৭ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে বলেই তারা আশাবাদী। সম্পূর্ণ নগদ অর্থের চুক্তিতেই দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডেড অলংকার নির্মাতা জিসিসি (গাল্ফ কোঅপারেশন কাউন্সিল বাহারিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি) দেশগুলিত ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এই চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে। এমনটাই রিপোর্ট সংবাদসংস্থা পিটিআই-এর

আরও পড়ুন: ৬২ বছরের সার্ভিসের পর অবসরে MiG-21! রুশ জেটের জায়গায় আকাশ কাঁপাবে Mk-1A, জানুন এ-টু-জেড

এফজেডসিও

টাইটানের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান টাইটান হোল্ডিংস ইন্টারন্যাশনাল এফজেডসিও, মান্নাই কর্পোরেশনের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে জিসিসি দেশগুলিতে দামাস জুয়েলারি ব্যবসার বর্তমান হোল্ডিং কোম্পানি দামাস এলএলসি (ইউএই)-তে তাদের ৬৭ শতাংশ শেয়ার থাকবে। প্রস্তাবিত লেনদেনের জন্য বিবেচনা করা হয়েছে ১০৩৮ মিলিয়ন দিরহাম (প্রায় ২৪৩৮.৫৬ কোটি টাকা) এর এন্টারপ্রাইজ মূল্যের ভিত্তিতে।  

দামাস জুয়েলারি 

১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয় দামাস জুয়েলারি। ছ'টি জিসিসি দেশে ১৪৬টি স্টোর রয়েছে তাদের। ২০২৪ অর্থবর্ষে তাদের আয় ছিল ১৪৬১ মিলিয়ন দিরহাম (প্রায় ৩৪৫০.২ কোটি টাকা)। অধিগ্রহণের উদ্দেশ্যই হল জিসিসি দেশগুলিতে মান্নাই কর্পোরেশনের মালিকানাধীন 'দামাস' ব্র্যান্ড সহ সমগ্র জুয়েলারি ব্যবসা অধিগ্রহণ করা। দামাস এলএলসি (ইউএই) এর মাধ্যমে

আরও পড়ুন: বিমানবন্দরে চাকরির সুযোগ, 'আকাশছোঁয়া' অঙ্কের বেতন! আবেদনের উর্ধ্বসীমা ৪৫ বছর


টাইটান কেন দামাস জুয়েলারিতে অংশীদারিত্ব চাইছে?

টাইটান আশা করছে যে প্রস্তাবিত আগামী বছর ৩১ জানুয়ারির মধ্যেই হয়ে যাবে। 'প্রস্তাবিত লেনদেন অনুযায়ী টাইটান হোল্ডিংস নির্দিষ্ট চুক্তিতে উল্লেখিত পূর্বশর্ত এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে ৬৭ শতাংশ শেয়ারহোল্ডিং পাবে' টাইটান জানিয়েছে যে, এই চুক্তি টাইটানের গয়না ব্যবসার জন্য 'কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ'। কারণ এটি ছ'টি জিসিসি দেশ - সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত এবং বাহারিন জুড়ে সম্প্রসারণ সহজ হবে।চার বছর পর, ২০২৯ সালের শেষে মান্নাইয়ের কাছে বিক্রি অধিকার যেমন থাকবে, তেমনই টাইটান হোল্ডিংস বাকি ৩৩ শতাংশ শেয়ারও কিনে নিতে পারবে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Read More