Home> দেশ
Advertisement

১০০০ কেজি পেঁয়াজ বিক্রি করে আয় ১ টাকা!

১০০০ কেজি পেঁয়াজ বিক্রি করে আয় ১ টাকা!


ওয়েব ডেস্ক: ১০০০ কেজির পেঁয়াজ বিক্রি করে কৃষকের আয় হল মাত্র ১ টাকা। 

পুনের কৃষক দেবীদাস মারুতি, বয়স ৪৮। দেবীদাস, নাসিকের পাইকারি বাজারে ৯৫২ কেজি পেঁয়াজ বিক্রি করার পর ফসল উৎপাদনের লাভ হিসেবে হাতে পান মাত্র ১টাকা। দুঃস্বপ্নের এই ঘোর এখনও কাটছে না দেবীদাসের। 

৯৫২ কেজি পেঁয়াজ বিক্রির পর দেবীদাস পাইকারি বাজার থেকে অর্জন করেন ১৫২৩.২০ টাকা। প্রতি কেজির দাম ২ টাকার থেকেও কম। এই পেঁয়াজ বাড়ি থেকে নিয়ে আসতে তাঁর খরচ হয়েছিল ১৩২০ টাকা। কমিশন হিসেবে দিতে হয়েছে ৯১.৩৫ টাকা। লেবার চার্জ পড়েছে ৭৭.৫৫ টাকা আর ৩৩ টাকা খরচ হয়েছে অন্যান্য খাতে। এই খরচের হিসেবকে যোগ করলে মোট হয়- ১৫২১.৯ টাকা। অর্থাৎ পেঁয়াজ বিক্রি করে তাঁর আয় দাঁড়াল-১.৩ টাকা। ওই টাকা নিয়েই বাড়ি ফিরেছেন পুনের কৃষক দেবীদাস মারুতি। এমনটা প্রথমবার নয়, এই মরশুমে দেবীদাস তাঁর ফসলের দাম পায়নি, মোট ক্ষতি হয়েছে অন্তত ৮০ হাজার টাকার। 

fallbacks

বিষাদ ভরা কণ্ঠে দেবীদাস বলছেন, "সরকার যদি কোনও ব্যবস্থা না নেয়, তাহলে না খেতে পেয়ে মরে যেতে হবে, বেছে নিতে হবে আত্মহত্যার পথ"।  

Read More