ওয়েব ডেস্ক: এবার যৌন কেলেঙ্কারিতে জড়াল দিল্লির আপ সরকারের মন্ত্রীর নাম। অভিযোগ সামনে আসার পরই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল অভিযুক্ত মন্ত্রী সন্দীপ কুমারকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন। একটি ভিডিওতে সন্দীপ কুমারকে দুই মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখা গেছে। পাঞ্চাবে ভোটের আগে এই কেলেঙ্কারি আপের বিড়ম্বনা বাড়াল বলেই মনে করা হচ্ছে।
#ZeroToleranceInAAP against unethical, immoral behaviour
— AAP Punjab (@AAPPunjab2017) August 31, 2016
Removing Sandeep Kumar from cabinet suggests AAP will never compromise on ethics
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, এই ধরণের অভিযোগের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার নীতি রয়েছে আপের। তাই তড়িঘড়ি সন্দীপ কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে।