জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR নিয়ে তোলপাড় বিহার। রাজ্যের কয়েক লাখ মানুষ ভোটার লিস্ট থেকে বাদ পড়েছেন বিভিন্ন কারণে। তার মধ্যেই একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ভাইরাল হয়েছে রাজ্যে। সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে পাটনার মাসৌরি এলাকা থেকে। সার্টিফিকেটটি দেওয়া হয়েছে কোনও মানুষের নামে নয়, বরং একটি কুকুরের নামে।
বিহারের সরকারি পোর্টালে দেখা গিয়েছে ওই সার্টিফিকেটটি। সেখানে নামের জায়গায় লেখা হয়েছে 'ডগ বাবু'। ছবির জায়গায় একটি কুকুরের ছবি। ঠিকানায় লেখা হয়েছে মহল্লা কৌলিচক, ওয়ার্ড নম্বর ৫, নগর পরিষদ মাসৌরি। কুকুরের বাবার নাম লেখা হয়েছে কুত্তা বাবু, মা-কুতিয়া দেবী।
হাসির কারণের পাশাপাশি বিষয়টি এখন বিহারে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ সার্টিফিকেটে সাক্ষর রয়েছে রেভিনিউ অফিসার মুরলী চৌহানের। সাক্ষরটি যেহেতু ডিজিটাল তাই প্রশ্ন উঠেছে কে কীভাবে এমন একটা ডিজিটাল সাক্ষর করল। তাহলে কি সরকারি ক্রেডেনসিয়াল চুরি করেই ওই কাণ্ড করেছে অফিসের লোকজন? এনিয়ে ইতিমধ্যেই একটি তদন্ত শুরু হয়েছে।
ডগ বাবুর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নম্বর BRCCO/2025/15933581। ওই সার্টিফিকেট প্রার্থীর আধার, ভাটার আইডি ও অন্যান্য নথি দেখেই দেওয়া হয়েছে। তাহলে সেইসব নথি কোথায়? নাকি কোনও নথি না দেখেই ওই কাণ্ড করেছে সরাকারি লোকজন।
আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি
আরও পড়ুন-আতঙ্কের নাম SIR! ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য লাগবে কোন ১১ নথি, জেনে নিন
ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য যেসব নথি দেওয়া হয়েছে তা হল দিল্লির এক মহিলার। তার আধার ও স্বামীর পরিচয় দেখেই দেওয়া হয়েছে ওই সার্টিফিকেট। ফলে প্রশ্ন উঠছে এভাবে বিদ্যুতিন জালিয়াতি হলে তো অনেক কিছুই হতে পারে। ফলে স্যার-এ যে বহু মানুষের নাম বাদ পড়ছে তার যুক্তিযুক্ত কারণ রয়েছে।
अपनी आँखों से देख लीजिए!
— Yogendra Yadav (@_YogendraYadav) July 27, 2025
बिहार में 24 जुलाई को एक कुत्ते ने आवास प्रमाण पत्र बनवा लिया। यह वही प्रमाणपत्र है जिसे बिहार में SIR में मान्य किया जा रहा है, जबकि आधार और राशन कार्ड को फ़र्ज़ी बताया जा रहा है।
आप ख़ुद फ़ोटो और नाम जाँच लीजिए:
‘डॉग बाबू', पिता का नाम 'कुत्ता बाबू',… pic.twitter.com/ZBOvrgqIyq
এনিয়ে সরব হয়েছেন রাজনৈতিক আন্দোলনকারী যোগেন্দ্র যাদব। তিনি লিখেছেন, নিজের চোখেই দেখুন একজন কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয়েছে। এরকম একটি সার্টিফিকেটই স্যার-এ ব্যবহার করা হয়েছে। অথচ আধার, রেশন, ভোটার আইডি-কে ফেক বলা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)