জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারে বিধানসভা ভোট দোরগোড়ায়। বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে নিজের দল থেকে বহিষ্কার করলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সাফ জানিয়ে দিলেন, আগামী বছর আরজেডির সঙ্গে তেজপ্রতাপের কোনও সম্পর্ক থাকবে না। এমনকী, পরিবার থেকে বিতাড়িত হলেন লালুর বড় ছেলে।
আরও পড়ুন: BJP leader obscene video: এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম যৌনতা! ভাইরাল নেতার ভিডিয়ো...
এক্স হ্যান্ডেল পোস্টে লালু লিখেছেন, 'ব্যক্তিগত নৈতিক মূল্যবোধকে উপেক্ষ করলে সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম দূর্বল হয়ে যায়। আমরা জৈষ্ঠ্যপুত্রে দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্য়বোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। উপরোক্ত পরিস্থিতির কারণে, আমি তাকে দল এবং পরিবার থেকে অপসারণ করছি। এখন থেকে, দল এবং পরিবারে তার কোনও ধরণের ভূমিকা থাকবে না। তাকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হল'। সঙ্গে বার্তা, 'তেজপ্রতাপ তার ব্যক্তিগত জীবনে ভাল ও মন্দের মধ্যে পার্থক্য করতে জানে। কেউ যদি তার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তবে নিজস্ব বিবেচনার ভিত্তিতে ও তা করুক'।
निजी जीवन में नैतिक मूल्यों की अवहेलना करना हमारे सामाजिक न्याय के लिए सामूहिक संघर्ष को कमज़ोर करता है। ज्येष्ठ पुत्र की गतिविधि, लोक आचरण तथा गैर जिम्मेदाराना व्यवहार हमारे पारिवारिक मूल्यों और संस्कारों के अनुरूप नहीं है। अतएव उपरोक्त परिस्थितियों के चलते उसे पार्टी और परिवार…
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) May 25, 2025
এর আগে, শনিবারই ফেসবুকে এক মহিলার সঙ্গে নিজের ছবি পোস্ট করেন তেজপ্রতাপ। ওই মহিলার নাম অনুষ্কা যাদব। শুধু তাই নয়, অনুষ্কার সঙ্গে প্রেমের সম্পর্কের কথাও প্রকাশ্যে আনেন তিনি। দাবি করে, গত ১২ বছর ধরে তাঁদের সম্পর্ক। সেই পোস্টকে ঘিরেই এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিহারে। তেজপ্রতাপের অবশ্য় দাবি, তাঁর ফেসবুক হ্যাক হয়ে দিয়েছে। ছবিটি 'এডিট' করে পোস্ট করেছে হ্য়াকাররা। ঘটনাচক্রে, পরের দিন তেজপ্রতাপকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন লালু।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)