জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর কর্ণাটকের এক গুহা থেকে উদ্ধার করা হল এক রুশ মহিলা ও তার ২ সন্তানকে। রামতীর্থ হিল নামে এক পাহাড়ের গুহায় মাসের পর মাস বসবাস করছিলেন নিনা কুটিনা নামে ওই রুশ মহিলা। পাহাড়ি অঞ্চল টহল দেওয়া সময় পুলিসের নজরে আসে একটি অস্থায়ী ঘরে দুই মেয়েকে নিয়ে বসবাস করছেন নিনা।
গত ৯ জুলাই বিকেল ৫টা নাগাদ পাহাড়ি এলাকায় টহল দিচ্ছিলেন ইন্সপেক্টর শ্রীধর এসআর ও তাঁর টিম। এলাকায় ঘুরতে ঘুরতে তিনি দেখেন এক ধসপ্রবণ এলাকায় কেউ ঘোরাঘুরি করছে। একটু এগিয়ে যেতেই তারা দেখেন গাছপালা ঘেরা একটি জায়গায় গুহার মধ্যে রয়েছেন ৩ জন। এক মহিলা ও তাদের ২ শিশু। তাদের জেরা করে জানা যায় মহিলার নাম নিনা কুটিনা(৪০), প্রেমা(৬) ও আনা(৪)।
নিনা পুলিসকে জানিয়েছেন, গোয়া থেকে তিনি এসেছেন কর্ণাটকের গোকর্ণয়। উদ্দেশ্য, আধ্যাত্মিক শান্তি পাওয়া। সেই কারণেই শহরের শোরগোল থেকে পাহাড়ের নির্জন জায়গায় তার একাকী থাকা। নিনা ওই কথা বললেও পুলিস চিন্তিত নিনা ও তার শিশুদের নিরাপত্তা নিয়ে। কারণ যে এলাকায় তারা থাকছিলেন সেটি ধস প্রবণ, সাপ ও হিংস্র জন্তুতে ভরা।
এলাকার বিপদের কথা বুঝিয়ে নিনা ও তার দুই মেয়েকে নীচে নামিয়ে আনে পুলিস। তার পর ওই মহিলার অনুরোধে তাদের রাখা হয় যোগরত্ন সরস্বতীর আশ্রমে রাখা হয়। নিনাকে আরও জেরা করতেই সে তার পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত কোনও তথ্য দিতে নারাজ ছিল। পুলিসকে নিনা জানিয়েছিল তার পাসপোর্ট রয়ে গিয়েছে গুহায়। তার কথা শুনে গুহায় তল্লাশি চালায় পুলিস।
আরও পড়ুন-'পাইলট ইচ্ছাকৃত...', আমদাবাদের অভিশপ্ত উড়ানের ময়নাতদন্তে অন্তর্ঘাতের হাড়হিম তথ্য!
আরও পড়ুন- প্লেনে বোমা রাখা আছে! ছেলের পরকীয়ায় জল ঢালতে কাঠমান্ডুগামী উড়ান নামালেন মা...
ওই তল্লাশির পর নিনার পাসপোর্ট ও ভিসার কাগজপত্র উদ্ধার করা হয়। সেখান থেকে জানা যায় ২০১৭ সালের ১৭ এপ্রিল ভারতে আসে নিনা। তার থাকার মেয়ার দিল ২০১৮ সালের ১৯ এপ্রিল। সেই তারিখ অনুযয়ী নেপাল চলে যায় নিনা। পরে ফের ভারতে প্রবেশ করে ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর।
ভিসা আইন অমান্য করার নিনা ও তার সন্তানদের বর্তমানে রাখা হয়েছে উমেন রিসেপশন সেন্টারে। ওই সেন্টারটি চালায় কর্ণাটক সরকার। নিনা ও তার সন্তানদের রাশিয়ায় ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)