Home> দেশ
Advertisement

S Jaishankar's Security Enhanced Explained: নিরাপত্তা বাড়ল বিদেশমন্ত্রী জয়শঙ্করের, সর্বক্ষণ ৩৩ কমান্ডো! আরও ২ বুলেটপ্রুফ গাড়ি

S Jaishankar's Security Enhanced Explained: ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই বিদেশমন্ত্রী জয়শঙ্করের নিরাপত্তা আরও বাড়ল। কনভয়ে জুড়ল ২ বুলেটপ্রুফ গাড়ি  

S Jaishankar's Security Enhanced Explained: নিরাপত্তা বাড়ল বিদেশমন্ত্রী জয়শঙ্করের, সর্বক্ষণ ৩৩ কমান্ডো! আরও ২ বুলেটপ্রুফ গাড়ি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪০ কোটির দেশ ভারত। সেই দেশের বিদেশমন্ত্রিত্বের পাহাড় প্রমাণ চাপ। আর সেই কাজ হাসি মুখে, ঠান্ডা মাথায় অবলীলায় সামলাচ্ছেন বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করকে নিয়ে (S Jaishankar)। ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই জয়শঙ্করের নিরাপত্তা বাড়ল। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, জয়শঙ্করকে দেওয়া জেড ক্যাটাগরির নিরাপত্তা পর্যালোচনার পরেই জোড়া বুলেটপ্রুফ (বুলেট-প্রতিরোধী) গাড়ি যুক্ত করা হয়েছে তাঁর কনভয়ে। দিল্লিতে তাঁর বাসভবনের আশেপাশের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: এস জয়শঙ্কর; নেহরুর পর দেশের দীর্ঘমেয়াদি বিদেশমন্ত্রী, জানেন তাঁর শিক্ষাগত যোগ্যতা?

সাম্প্রতিক পর্যালোচনা

সংবাদসংস্থা পিটিআই, সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি জয়শঙ্করের সশস্ত্র নিরাপত্তার বিষয়ে সম্প্রতিই পর্যালোচনা করেছিল। তার ভিত্তিতেই জেড ক্যাটাগরির কনভয়ে আরও ২ বুলেটপ্রুফ গাড়ি জোড়ার সুপারিশ করেছে তারা। একেবারে নিরাপত্তার তাগিদেই এই আয়োজন। জয়শঙ্কর কিন্তু ইতিমধ্যেই জেড-ক্যাটাগরির সুরক্ষা বলয়ে রয়েছেন। যা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কমান্ডোরা দিয়ে থাকেন। জয়শঙ্করের নিরাপত্তায় সর্বক্ষণ ৩৩ জন কমান্ডো মোতায়েন রয়েছেন। পহেলগাঁও সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিন্দুরের পর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতিতেই জয়শঙ্করের নিরাপত্তা আরও জোরদার হল।

জেড ক্যাটাগরির নিরাপত্তা

জেড ক্যাটাগরি হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জেড-শ্রেণির নিরাপত্তায় জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি) এবং স্থানীয় পুলিশের ৪ থেকে ৬ জন কমান্ডো সহ ২২ জন কর্মী থাকেন। কমপক্ষে একটি বুলেটপ্রুফ গাড়িও থাকে। এটি এসকর্ট গাড়িও দেওয়া হয়। এই স্তরের নিরাপত্তা সাধারণত হাই-প্রোফাইল রাজনীতিবিদ এবং সেলেবদের জন্য নির্ধারিত হয়। বিশেষ করে যাদের উপর বিভিন্ন হুমকি থাকে। সিআরপিএফের ভিআইপি নিরাপত্তা শাখা মন্ত্রীদের সশস্ত্র কভারেজ দেয়। কেন্দ্রীয় সুরক্ষা তালিকার অধীনে ভিআইপি নিরাপত্তা কভার জেড-প্লাস (অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজোঁ) থেকে শুরু করে, জেড, ওয়াই, ওয়াই-প্লাস এবং এক্স পর্যন্ত। সিআরপিএফের ভিআইপি নিরাপত্তা কভারে বর্তমানে প্রায় ২০০ জন সুরক্ষিত ব্যক্তি রয়েছেন, যাঁর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেসের প্রথম পরিবার - সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী রয়েছেন।

জয়শঙ্করের বর্তমান নিরাপত্তা
 
২০২৩ সালের অক্টোবরে, জয়শঙ্করের নিরাপত্তা ওয়াই থেকে জেড ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছিল। গোয়েন্দা ব্যুরো (আইবি) মূল্যায়ন করেছিল যে, জয়শঙ্করের উপর হুমকি রয়েছে। তার ভিত্তিতে এই আপগ্রেড করা হয়। এই মুহূর্তে জয়শঙ্করের বাসভবনে ১২ জন সশস্ত্র স্ট্যাটিক গার্ড মোতায়েন রয়েছেন। তার সঙ্গে রয়েছেন ছ'জন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক (পিএসও), তিন শিফটে মোতায়েন ১২জন সশস্ত্র এসকর্ট কমান্ডো, তিনজন পালাক্রমে কর্মরত প্রহরী এবং তিনজন প্রশিক্ষিত ড্রাইভার সর্বক্ষণ উপস্থিত  

আরও পড়ুন: কে অজিত দোভাল? আন্ডারকভার হয়ে ৭ বছর পাকিস্তানে! পুরো বায়োডেটা জানলে চমকে যাবেন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

 

 


 

 

 

Read More