জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪০ কোটির দেশ ভারত। সেই দেশের বিদেশমন্ত্রিত্বের পাহাড় প্রমাণ চাপ। আর সেই কাজ হাসি মুখে, ঠান্ডা মাথায় অবলীলায় সামলাচ্ছেন তিনি। বলে দেওয়ার প্রয়োজন নেই যে, কথা হচ্ছে বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করকে নিয়ে (S Jaishankar)। জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) পর দেশের দীর্ঘমেয়াদি বিদেশমন্ত্রীর রাজনৈতিক এবং কূটনৈতিক ভাবে দুরন্ত সফল। এই প্রতিবেদনে রইল জয়শঙ্করের বেড়ে ওঠা এবং তাঁর শিক্ষাগত যোগ্যতা (S Jaishankar's Education Qualification)।
জয়শঙ্করের জন্ম
জয়শঙ্কর দেশের পররাষ্ট্র নীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং করছেন। তিনি দিল্লিতে জন্মগ্রহণ করেন বিশিষ্ট আন্তর্জাতিক কৌশলগত বিষয়ক বিশ্লেষক, সাংবাদিক এবং প্রাক্তন ভারতীয় বেসামরিক কর্মচারী, কৃষ্ণস্বামী সুব্রহ্মণ্যম এবং সুলোচনা সুব্রহ্মণ্যমের ঘরে।
আরও পড়ুন: পাকিস্তান পরে, আগে বাংলাদেশ! ভারতের কল্পনাতীত প্রত্যাঘাতে 'ফয়সালা অন দ্য স্পট'
জয়শঙ্করের শিক্ষা
রাজধানীর দ্য এয়ার ফোর্স স্কুল এবং বেঙ্গালুরু মিলিটারি স্কুলে তাঁর কেটেছে স্কুলজীবন। পরে তিনি দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার ডিগ্রি করেছেন। এরপর আন্তর্জাতিক সম্পর্কে এমফিল এবং পিএইচডি। তিনি পারমাণবিক কূটনীতিতেও বিশেষজ্ঞ।
জয়শঙ্করের কেরিয়ার
জয়শঙ্কর ১৯৭৭ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগদান করেন। ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত মস্কোতে সোভিয়েত ইউনিয়নে ভারতীয় মিশনে তৃতীয় সচিব এবং দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। জয়শঙ্কর সিঙ্গাপুরের হাই কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন। চেক প্রজাতন্ত্র, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: কে অজিত দোভাল? আন্ডারকভার হয়ে ৭ বছর পাকিস্তানে! পুরো বায়োডেটা জানলে চমকে যাবেন
পররাষ্ট্র সচিব থেকে বিদেশমন্ত্রী
২০১৫ সালের ২৯ জানুয়ারি জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ২০১৯ সালের ৩০ মে তিনি ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সেই বছর ৩১ বিদেশমন্ত্রীর দফতরে নিযুক্ত হন। ভারতীয় কূটনীতিতে অবদানের জন্য ২০১৯ সালে ভারত সরকার জয়শঙ্করকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করে। জয়শঙ্করের দুই ভাই - সঞ্জয় সুব্রহ্মণ্যম এবং এস. বিজয় কুমার আইএএস অফিসার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)