ওয়েব ডেস্ক : নাশকতা না গাফিলতি? মুজফ্ফরনগরে উত্কল এক্সপ্রেস বেলাইন হওয়ার পিছনে কারণটা ঠিক কি? গাফিলতির সম্ভাবনাই ক্রমে জোরালো হচ্ছে। এনিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে রেলের অন্দরেও।
রেলের একটি সূত্রের দাবি, লাইন মেরামতির কাজ যে চলছিল, চালককে তা জানানোই হয়নি। একই কথা বলছেন স্থানীয়রাও। তাঁদের দাবি, দুদিন ধরেই কাজ চলছিল ট্র্যাকে। ঘটনার দিন উত্কল এক্সপ্রেসের আগে আরও দুটি ট্রেন ওই লাইন দিয়ে যায়। কিন্তু মেরামতির জায়গায় এসে ট্রেনের গতি কমিয়ে দেন ওই দুটি ট্রেনের চালক। কিন্তু উত্কল এক্সপ্রেসের ক্ষেত্রে তা ঘটেনি। দুরন্ত বেগে গাড়ি নিয়ে খাটৌলিতে ঢোকেন চালক।
আরও পড়ুন, উত্তরপ্রদেশের মুজফ্ফনগরে বেলাইন উত্কল এক্সপ্রেস, মৃত ২৩