ওয়েব ডেস্ক: ভোটের উৎসবে আরও কত কিছুই না দেখতে হবে ভারতবাসীকে। এতদিন এমন অনেক ছবিই শিরোনামে এসেছে যেখানে রাজনৈতিকদের জুতো ছুঁড়েছেন আম আদমি। কিন্তু উত্তরপ্রদেশে যে ছবি সামনে উঠে এল তা দেখে তাজ্জব হওয়া ছাড়া উপায় কি! নিজের মাথায় নিজেই জুতো মারছেন সমাজবাদী পার্টির নেতা সুজাত আলম। ভোট চাইতে গিয়ে বক্তব্য রাখতে রাখতেই যে হঠাৎ নিজেকেই জুতো মারবেন সুজাত আলম কেউ তা আন্দাজও করতে পারেননি। সুজাত আলমের নিজেকে জুতো মারার ভিডিওই এখন ভাইরাল। দেখুন ভাইরাল ভিডিও-
নতুন বছরে মোট পাঁচ রাজ্যে ভোট অনুষ্ঠিত হলেও লাইম লাইটে কিন্তু উত্তরপ্রদেশের ভোটই। হবে নাই বা কেন! ভোটের দিন ঘোষণার আগে থেকেই বাবা(মুলায়ম সিং যাদব)-ছেলের(অখিলেশ যাদব) সাইকেল নিয়ে টানাটানি থেকে যদু বংশের ঘরোয়া রাজনীতি, সর্বদাই সরগরম ছিল ইউপি। এরপর ভোটের রাজনীতিতে কংগ্রেস-সমাজবাদীর জোট। উল্টোদিকে বিজেপির রাম মন্দির তৈরি করার ইঙ্গিত! রাজনীতির কারোবারিরা হাসি ঠাট্টায় একে বলে থেকেন এটাই নাকি 'ইউপির ইউএসপি'।