জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস (Sambalpur-Shalimar Express)। সম্বলপুরের কাছেই লাইনচ্যুত মহিমা গোসাঁই এক্সপ্রেস। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেল ও পুলিস প্রশাসনের আধিকারিকরা। সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই লাইনচ্যুত ট্রেনের বগি। এই ঘটনায় কোনও যাত্রীর আহত হওয়ার বা কোনও ধরনের ক্ষতির খবর নেই। অল্পের জন্য রক্ষা যাত্রীদের।
আরও পড়ুন, Online Ludo Game: অনলাইন জুয়ায় ৫ লাখ হারে পথে বসার জোগাড়! তেইশের তরুণ সাপ-লুডোর বিষেই হলেন নীল...
সকাল ৯:২২ নাগাদ ট্রেনটি খুব ধীর গতিতে চলার সময় গার্ড ভ্যানের পাশে থাকা একটি জেনারেল কোচের পিছনের ট্রলিটি লাইনচ্যুত হয়ে যায়। ইস্ট-কোস্ট রেলের কর্মকর্তাদের মতে, সকাল ৯:১৮ নাগাদ ট্রেনটি সম্বলপুর সিটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় সম্বলপুর সিটি-সম্বলপুর সেকশনে লাইনচ্যুত হয়। স্বস্তির বিষয় হল, ঘটনার সময় ট্রেনের গতি খুবই কম ছিল, যার ফলে একটি বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
পূর্ব উপকূল রেলের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, '২০৮৩১ শালিমার–সাম্বলপুর এক্সপ্রেসের গার্ড ভ্যানের পাশে থাকা সাধারণ কোচের পেছনের ট্রলি অংশ সম্বলপুর সিটি স্টেশনের কাছে ধীরগতিতে লাইনচ্যুত হয়। কেউ আহত হননি। ট্রেনটিকে সাম্বলপুর স্টেশনে পাঠানো হয়েছে।' খবর পাওয়া মাত্রই রেলের টেকনিক্যাল অফিসাররা ও স্থানীয় পুলিস ঘটনাস্থলে পৌঁছে যান। সঙ্গে সঙ্গেই উদ্ধার ও মেরামতির কাজ শুরু হয়ে যায়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে রেলের টেকনিক্যাল টিম ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে এই দুর্ঘটনা কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে ট্রেনটিকে পুনরায় লাইনে তোলা হয়েছে এবং এর চলাচল স্বাভাবিক হয়েছে। এটি অন্য কোনও ট্রেনের চলাচলের উপর বড় ধরনের প্রভাব ফেলেনি।
আরও পড়ুন, Fake Embassy In Ghaziabad: ভুয়ো দূতাবাস!প্রাসাদোপম বাড়ি, দামি গাড়ি... গ্রেফতার 'রাষ্ট্রদূত'...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)