Home> দেশ
Advertisement

লেনদেনের নয়া নিয়ম জেনে নিন এসবিআই গ্রাহকরা

লেনদেনের নয়া নিয়ম জেনে নিন এসবিআই গ্রাহকরা

ওয়েব ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নয়া নির্দেশিকা, 'অ্যাকাউন্ট আছে, অথচ লেনদেন নেই, এমন সব অ্যাকাউন্ট থেকে এবার প্রতি মাসে ১০০ টাকা করে জরিমানা নেওয়া হবে'। এই ১০০ টাকার সঙ্গে জুড়বে ১৮ শতাংশ জিএসটিও, জানাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তবে মেট্রো শহর, শহরতলি এবং গ্রামাঞ্চলের ব্রাঞ্চগুলির ক্ষেত্রে জরিমানার অঙ্কটা আলাদা আলাদা হবে, জানিয়েছে এসবিআই। 

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সকে কার্যকরী করতে সচেষ্ট হয়েছে ভারতের 'সবথেকে বড় ব্যাঙ্ক' এসবিআই। নয়া নিয়ম অনুযায়ী শহরাঞ্চলের ক্ষেত্রে প্রতিটি এসবিআই অ্যাকাউন্ট হোল্ডারকে নিজের অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০০ টাকা ব্যালেন্স রাখতেই হবে। সেই অ্যাকাউন্টে লেনদেনের পর যদি ওই অ্যাকাউন্টে গড়ে ১৫০০ বা তারও কম টাকা অবশিষ্ট থাকে তাহলে এসবিআই সেক্ষেত্রে ১০০ টাকা সহ ১৮ শতাংশ জিএসটি চার্জ করবে। 

fallbacks

উল্লেখ্য, গ্রাহক পরিষেবাকে আরও উন্নত করতে এবার বিনামূল্যে ক্রেডিট কার্ড দেওয়ার সিদ্ধান্তও জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকরা ক্রেডিট কার্ড পেতে অনলাইনে ফিল আপ করুন এই ফর্ম- 

fallbacks

 

Read More