Home> দেশ
Advertisement

NJAC-কে অসাংবিধানিক ব্যাখ্যা সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল কেন্দ্র। NJAC-কে অসাংবিধানিক ঘোষণা করল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল, বিচারপতি নিয়োগে সরকারের কোনও ভূমিকা নেই। একইসঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে এবার থেকে আগের পদ্ধতিতেই বিচারপতি নিয়োগ হবে। অর্থাত্‍ বিচারপতিরাই বিচারপতি নিয়োগ করবেন।

NJAC-কে অসাংবিধানিক ব্যাখ্যা সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল কেন্দ্র। NJAC-কে অসাংবিধানিক ঘোষণা করল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল, বিচারপতি নিয়োগে সরকারের কোনও ভূমিকা নেই। একইসঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে এবার থেকে আগের পদ্ধতিতেই বিচারপতি নিয়োগ হবে। অর্থাত্‍ বিচারপতিরাই বিচারপতি নিয়োগ করবেন।

 বিচারপতি জে এস খেহারের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চের পর্যবেক্ষণ, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়নমেন্টস কমিশন অ্যাক্টের সঙ্গে সংবিধানের মূল ধারার বিরোধ রয়েছে। NJAC অ্যাক্ট অনুযায়ী বিচারপতি নিয়োগ করলে বিচারব্যবস্থার স্বতন্ত্রতায় হস্তক্ষেপ করা হয়ে যাচ্ছে। বিচারপতি নিয়োগের জন্য  NJAC তৈরি করে কেন্দ্র। NJAC অ্যাক্ট বাতিল হওয়ায় পুরনো কলেজিয়াম পদ্ধতিতেই ফের বিচারপতি নিয়োগ করা হবে।

Read More