Home> দেশ
Advertisement

Earthquake Risk in Uttarakhand: দেশের মানচিত্র থেকে মুছে যাবে হিমালয়? ভূমিকম্পের ভয়ংকর ছবি উত্তরকাশী, চামোলি,...-তে! পর পর ৩২ বার...

Major Earthquake Risk in Uttarakhand: পর পর ঘন ঘন ভূমিকম্পের ঘটনা। ঘটল হিমালয়ের বুকে। ৩২টি ভূকম্প। গত ছ'মাসে এতগুলি ভূমিকম্প ঘটেছে উত্তরাখণ্ডে। যার মাত্রা ঘোরাফেরা করেছে ১.৮ থেকে ৩.৬-য়ের মধ্যে।

Earthquake Risk in Uttarakhand: দেশের মানচিত্র থেকে মুছে যাবে হিমালয়? ভূমিকম্পের ভয়ংকর ছবি উত্তরকাশী, চামোলি,...-তে! পর পর ৩২ বার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর পর ঘন ঘন ভূমিকম্পের ঘটনা। ঘটল হিমালয়ের (Major Earthquake Risk in Himalaya) বুকে। ৩২টি ভূকম্প। গত ছ'মাসে এতগুলি ভূমিকম্প ঘটেছে উত্তরাখণ্ডে (Major Earthquake Risk in Uttarakhand)। যার মাত্রা ঘোরাফেরা করেছে ১.৮ থেকে ৩.৬-য়ের মধ্যে।

আরও পড়ুন: Antarctica Glacier News: ৩৪০০০ বছরের পুরনো বরফের নীচে সমুদ্র শূকর, সমুদ্র মাকড়সা এবং ভয়ংকর অদ্ভুত সব পতঙ্গ...

দুলে উঠল চামোলি, উত্তরকাশী

বাঙালির অতি প্রিয় স্পট উত্তরকাশী। হিমালয়ের মানচিত্রের নিরিখেও উত্তরকাশী অন্তত জরুরি একটা জায়গা। কেদারনাথ, মধ্যমহেশ্বর, দেওরিয়াতাল-সহ হিমালয়ের বহু বিখ্যাত স্থানে যেতে গেলে উত্তরকাশী দিয়েই যাতায়াত করতে হয়। এহেন উত্তরকাশীতে ভূমিকম্পের রক্তচক্ষু। 

৩২টি ভূকম্প

গত ছ'মাসে হিমালয়-অঞ্চলে পর পর ৩২টি কম্পন অনুভূত হয়েছে। যেগুলির মাত্রা ছিল ১.৮ থেকে ৩.৬-য়ের মধ্যে। হিমালয়ের যেসব অঞ্চলে ভূমিকম্পের সবচেয়ে ভয়াল রূপ দেখা যেতে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা সেই জায়গাগুলি হল পিথোরাগড়, চামোলি, উত্তরকাশী, বাগেশ্বর। যা নিয়ে বিজ্ঞানীরা খুবই উদ্বিগ্ন।

মোস্ট আর্থকোয়েক প্রোন রিজিয়ন

জানা গিয়েছে, উত্তরাখণ্ড ভারতের 'ওয়ান অফ দ্য মোস্ট আর্থকোয়েক প্রোন রিজিয়ন'! জানা গিয়েছে, উত্তরাখণ্ড সিসমিক জোন-৪ ও সিসমিক জোন-৫-য়ে পড়ছে। উত্তরকাশীতে ১৯৯১ সালে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। চামোলিতে ১৯৯৯ সালে ৬.৮ মাত্রার ভূমিকম্প। তবে এর পর সেখানে আর খুব বড় ধরনের ভূমিকম্প ঘটেনি। তবে, বিজ্ঞানীরা বলছেন, সেখানে নীরবে বাড়ছে টেকটোনিক স্ট্রেস।

আরও পড়ুন: Shubhanshu Shukla's Safe Landing: ১৮ দিনের মহাশূন্যপর্যটনশেষে পৃথিবীর মাটিতে শুভাংশুর শুভ পদার্পণ...

'জিওলজিক্যাল লক'

দেরাদুনে এ নিয়ে একটি ওয়ার্কশপ হয়েছিল। সারাদেশ থেকে বিজ্ঞানীরা এখানে হাজির হয়েছিলেন। আলোচনার নাম ছিল 'আন্ডারস্ট্যান্ডিং হিমালয়ান আর্থকোয়েক'! ওয়াদিয়া ইনস্টিটিউটে আর্থকোয়েক রিস্ক অ্যাসেসমেন্টের এই চর্চা হয়ে গেল। তাঁরা দেখেছেন, আগামী দিনে হিমালয়ের এই সব অঞ্চলে অন্তত ৭ মাত্রার বা তার চেয়েও বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে! ড. বিনীত গেহলট বলছেন, উত্তরাখণ্ডে টেকটোনিক প্লেটের স্লো মুভমেন্ট ঘটছে। প্রতি বছরে ২ মিলিমিটার করে তা সরছে। তবে এর জেরে একটি 'জিওলজিক্যাল লক' তৈরি হয়ে গিয়েছে। কিন্তু যে কোনও দিন সেই তালা খুলে শক্তি বেরিয়ে আসতে পারে। আর সেদিনই ঘটে যাবে বড় ধরনের বিপর্যয়।

আর্থকোয়েক সেন্সর

তবে কিছুটা সতর্কতাও নেওয়া সম্ভব হয়েছে। হিমালয়ের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ১৬৯টি আর্থকোয়েক সেন্সর বসানো হয়েছে। ৫ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে অন্তত ১৫ থেকে ৩০ সেকেন্ড আগে তা সতর্ক করতে দিতে সক্ষম। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More