Home> দেশ
Advertisement

এই ভিডিওটি মোটেই দুর্বলচিত্তদের জন্য নয়!

১১০০০ ভোল্টের একটি লাইনে মেরামতির কাজ চলছিল। কাজ করছিলেন এক ব্যক্তি। মুহূর্তে অসতর্কতায় ঘটনাস্থলেই তড়িদাহত হয়ে মারা গেলেন তিনি। তাঁকে বাঁচাতে এসে গুরুতর আহত হন আরও এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসির।

এই ভিডিওটি মোটেই দুর্বলচিত্তদের জন্য নয়!

ওয়েব ডেস্ক : ১১০০০ ভোল্টের একটি লাইনে মেরামতির কাজ চলছিল। কাজ করছিলেন এক ব্যক্তি। মুহূর্তে অসতর্কতায় ঘটনাস্থলেই তড়িদাহত হয়ে মারা গেলেন তিনি। তাঁকে বাঁচাতে এসে গুরুতর আহত হন আরও এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসির।

গোটা ঘটনাটিই ধরা পড়েছে, পথচলতি মানুষের মোবাইল ক্যামেরায়। ভিডিওতে দেখা যাচ্ছে, তারের উপরই দাউ দাউ করে জ্বলছেন ওই ব্যক্তি। জানা গেছে, দুজনই উত্তরপ্রদেশের বিদ্যুত দপ্তরে কাজ করতেন। আজ সকালে হাইভোল্টেজ ওই লাইনে মেরামতির কাজ করতে যান দুজনে।

দেখুন সেই ভিডিও,

Read More