Home> দেশ
Advertisement

Earthquake: পর পর ভূমিকম্পে দুলে উঠল আন্দামান

বার্মা প্লেটের উপর অবস্থিত হওয়ায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিকম্পপ্রবণ। 

Earthquake: পর পর ভূমিকম্পে দুলে উঠল আন্দামান

নিজস্ব প্রতিবেদন: পর পর ভূমিকম্প (Earthquake) আন্দামানে। ভোরবেলা দুলে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman And Nicober Islands)। ভোর ৫টা বেজে ৫৭ মিনিট নাগাদ প্রথম কম্পন হয় অনুভূত হয়।

রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা রেকর্ড হয়েছে ৫। আন্দামান সাগরের ৪৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রাজধানী পোর্টব্লেয়ার থেকে যা ২১৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থিত। তবে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। 

এরপর ফের একবার সকাল ৮টা বেজে ৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে দ্বীপপুঞ্জের মাটি। দ্বিতীয় কম্পনের তীব্রতা রিখটার স্কেলে রেকর্ড হয়েছে ৪.৩। দ্বিতীয়বার ভূমিকম্পের ভরকেন্দ্র ছিল পোর্টব্লেয়ারের ১৮৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আন্দামান সাগরে ৩০ কিলোমিটার গভীরে। 

এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। প্রসঙ্গত, বার্মা প্লেটের উপর অবস্থিত হওয়ায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিকম্পপ্রবণ। 

আরও পড়ুন, Maharashtra Crisis: টাকা দিয়ে বিধায়কদের কিনেছে বিজেপি, মহারাষ্ট্র সঙ্কট নিয়ে সুর চড়ালেন মমতা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More