Home> দেশ
Advertisement

'সেক্স অ্যাডিক্ট' রাম রহিম ডেরার পুরুষদের বাধ্য করত সমকামী হতে, বিস্ফোরক দাবি

'সেক্স অ্যাডিক্ট' রাম রহিম ডেরার পুরুষদের বাধ্য করত সমকামী হতে, বিস্ফোরক দাবি

ওয়েব ডেস্ক : বর্তমানে রোহতক জেলে বন্দি রয়েছে গুরমিত রাম রহিম সিং। কিন্তু, ধর্ষক ‘বাবা’ জেলে বন্দি থাকলেও প্রকাশ্যে আসছে তার একের পর এক কুকীর্তি। আর এবার ডেরার এক প্রাক্তন সদস্য দাবি করেছেন, রাম রহিম সিং নাকি ডেরার পুরুষ সদস্যদের বাধ্য করত সমকামী হতে।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে ডেরার ওই প্রাক্তন সদস্য দাবি করেছেন, 'সেক্স অ্যাডিক্ট' গুরমিত রাম রহিম সিং কখনওই মহিলা সদস্যদের ধারপাশে ঘেষতে দিত না পুরুষ সদস্যদের। যদি কোনও পুরুষ সদস্য মহিলাদের দিকে তাকাতেন তাহলে শাস্তি পেতে হত তাঁকে। ধরা পড়লে প্রকাশ্যে চলত চড়, থাপ্পড়। পাশাপাশি ডেরার পুরুষ সদস্যদের বাধ্য করা হত, সমকামী হতে। এমনই বিস্ফোরক দাবি করেছেন ওই ব্যক্তি। অর্থাত, সিরসায় ডেরা সচ্চা সওদার প্রাসাদে পুরুষদের মধ্যে সমকামীতা একটি সাধারণ বিষয় ছিল বলেও দাবি করেন ওই মহিলা।

তাঁর আরও দাবি, তিনি অনেক সময় ডেরার একাধিক পুরুষ সদস্যকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখেছেন। তিনি গুরমিতকে সে কথা জানিয়েওছেন। কিন্তু, কোনও কাজ হয়নি বলে অভিযোগ। পাশপাশি ডেরার পুরুষ সদস্যরা তাঁদের স্ত্রী-কে বোন বা দিদি ডাকত। আর স্ত্রীদের বোন বানাতে বাধ্য করত রাম রহিম।

Read More