Home> দেশ
Advertisement

''দেশজুড়ে চরম অসহিষ্ণুতা বাড়ছে, প্রয়োজনে পুরস্কার ফিরিয়ে দেব'', বিস্ফোরক শাহরুখ খান

দেশজুড়ে চলা অসিহষ্ণুতা ইস্যুতে মুখ খুললেন শাহরুখ খান। বার্থ ডে বয় শাহরুখ বললেন, দেশে শুধু অসহিষ্ণুতা চলছে না। আসলে চলছে চরম অসহিষ্ণুতা। এমনকী এই কারণে তিনি পুরস্কার ফিরিয়ে দিতেও পিছিয়ে আসবেন না বলে শাহরুখ জানিয়েছেন।

''দেশজুড়ে চরম অসহিষ্ণুতা বাড়ছে, প্রয়োজনে পুরস্কার ফিরিয়ে দেব'', বিস্ফোরক শাহরুখ খান

ওয়েব ডেস্ক: দেশজুড়ে চলা অসিহষ্ণুতা ইস্যুতে মুখ খুললেন শাহরুখ খান। বার্থ ডে বয় শাহরুখ বললেন, দেশে শুধু অসহিষ্ণুতা চলছে না। আসলে চলছে চরম অসহিষ্ণুতা। এমনকী এই কারণে তিনি পুরস্কার ফিরিয়ে দিতেও পিছিয়ে আসবেন না বলে শাহরুখ জানিয়েছেন।

আজই ৫০ পা দিলেন শাহরুখ খান। ফ্যান থেকে শুরু করে সহকারীদের থেকে প্রচুর শুভেচ্ছা বার্তা পাওয়ার পর দেশের অসহিষ্ণুতায় সরব হলেন তিনি।

কয়েক মাস ধরে অসহিষ্ণুতা চলছে দেশে। এই অসহিষ্ণুতার কারণে জাতীয় পুরষ্কার ফিরিয়ে দিয়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রী, সাহিত্যিক, বৈজ্ঞানিক প্রমুখ ব্যাক্তিরা।

২০০৫ সালে পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত করা হয় কিং খানকে। পুরষ্কার ফিরিয়ে দেওয়ার কথা জানতে চাওয়া হলে তিনি জানান, তাঁর সম্মানার্থে দেওয়া পুরষ্কার তিনি ফেরাতে চান না। কিন্তু যদি কখনও ফেরাতে হয় তাহলে তিনি পিছপা হবেন না।

যে সমস্ত পুরষ্কারধারী মানুষেরা অসহিষ্ণুতার ব্যপারে কোনও মন্তব্য করতে চাননি, তাঁদের বিরুদ্ধে সমালোচনাও করেছেন শাহরুখ।      

Read More