Home> দেশ
Advertisement

Ban On Summit Kanchenjunga: আর চড়া যাবে না কাঞ্চনজঙ্ঘায়! পাহাড়প্রেমীদের জন্য বুকভাঙা নির্দেশ জারি করল সরকার...

Scaling Kanchenjunga: আর চড়া যাবে না কাঞ্চনজঙ্ঘায়। এমনটাই নিষেধাজ্ঞা চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে সিকিম সরকার। 

Ban On Summit Kanchenjunga: আর চড়া যাবে না কাঞ্চনজঙ্ঘায়! পাহাড়প্রেমীদের জন্য বুকভাঙা নির্দেশ জারি করল সরকার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga)বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত। প্রত্যেক বছর বহু লোক এই পর্বত আরোহণ করতে বেরিয়ে পড়ে। এবার আরোহণ নিষেধাজ্ঞা জারি করল সিকিম সরকার(Sikkim Government)। কাঞ্চনজঙ্ঘা আরোহণে নিষেধাজ্ঞা চেয়ে কেন্দ্রকে চিঠি সিকিমের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে,  সিকিমের মুখ্যমন্ত্রী(Sikkim Chief Minister) প্রেম সিং তামাং (Prem Singh Tamang)কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি অনুরোধ করেছেন যেন নেপালের সঙ্গে আলোচনা করে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা আরোহণে নিষেধাজ্ঞা জারি করা হয়। কারণ সিকিমবাসীর কাছে এই শৃঙ্গটি অত্যন্ত পবিত্র।

fallbacks

মুখ্যমন্ত্রী অনুরোধ করেন যে, নেপালের দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘায় আরোহণ করা যে বন্ধ করে দেওয়া হয়। চিঠিতে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আরও উল্লেখ করেছেন যে, ১৮ মে নেপালের দিক দিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস (NIMAS)-এর পাঁচ সদস্যের একটি দল কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গে আরোহণ করে। তিনি বলেন, এই ঘটনার ফলে সিকিমের আদিবাসী সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগেছে।

আরও পড়ুন:Road Accident: ভয়ংকর! সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে ১০০০ ফুট গভীর খাদে গাড়ি, ভেসে গেল ৯ পর্যটক...

অমিত শাহকে চিঠি

মুখ্যমন্ত্রী লেখেন, 'মাউন্ট কাঞ্চনজঙ্ঘা সিকিমের মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং ধর্মীয় গুরুত্ব বহন করে। এই পর্বতকে সিকিমের সবচেয়ে পবিত্র শৃঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। এর নামের অর্থ হলো ‘বরফের পাঁচটি ধন’—যা পাঁচটি ঐশ্বরিক সম্পদের প্রতীক।' সিকিমের বিশ্বাস, এই পাঁচটি ধন লুকিয়ে রাখা আছে এবং যখন পৃথিবী চরম বিপদের মুখোমুখি হবে তখনই কেবলমাত্র সত্যিকারের ভক্তদের সামনেই তা প্রকাশিত হবে।

fallbacks

সিকিমের দেবতা

তিনি আরও লেখেন, 'এই পর্বতটিকে সিকিমের প্রধান রক্ষক ও দেবতাস্বরূপ ‘জোয়ে-ঙ্গা’র বাসস্থান হিসেবে পূজিত করা হয়। এই পবিত্র সত্তাকে ‘ফো-ল্হা’ নামে ডাকা হয়, যিনি সিকিমের সমস্ত অতিপ্রাকৃত শক্তির প্রধান হিসেবে পূজিত। এই দেবতাদের ‘ভূমির রক্ষক দেবতা’ হিসেবে স্বীকৃতি ও অভিষেক দেন গুরু ঊরগ্যেন রিনপোচে, যিনি গুরু পদ্মসম্ভব নামেও পরিচিত এবং সিকিমের আধ্যাত্মিক পথপ্রদর্শক বা ধর্মগুরু হিসেবে পূজিত হন।'

fallbacks

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: অন্যের কথায় কান দিলেই বিপদ বৃশ্চিকের, পেশাগত বিষয়ে ভেবেচিন্তে এগোবেন কর্কট...

মাউন্ট কাঞ্চনজঙ্ঘায় পর্বতারোহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী তামাং লিখেছেন, এই সিদ্ধান্তটি 'সিকিমের মানুষের গভীর বিশ্বাস ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে' নেওয়া উচিত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More