Home> দেশ
Advertisement

Bihar SIR Row: 'বাদ-পড়া নামেরও একটি তালিকা আমরা বানাতে বাধ্য নই'! ADR-এর তীব্র বিরোধিতা নির্বাচন কমিশনের...

Conflict between Election Commission and Association for Democratic Reforms: এডিআর-ইসি সংঘাত! 'অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস'-এর আবেদন অনুসারে, নির্বাচন কমিশনকে সেই সমস্ত ব্যক্তির তথ্য প্রকাশ করতে হবে, যাঁদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। নির্বাচন কমিশন বলেছে, তারা এই ধরনের তথ্য প্রকাশ করতে আইনত বাধ্য নয়।?

Bihar SIR Row: 'বাদ-পড়া নামেরও একটি তালিকা আমরা বানাতে বাধ্য নই'! ADR-এর তীব্র বিরোধিতা নির্বাচন কমিশনের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্যর-বিতর্ক (SIR Row) ক্রমশ বড় হচ্ছে। বিভিন্ন দিকে শাখাপ্রশাখা ছড়াচ্ছে এর। ভোটার তালিকার 'স্পেশাল ইনটেনসিভ রিভিসন' বা বিশেষ নিবিড় সংশোধনের (Special Intensive Revision/ SIR) সময়ে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের বিশদ বিবরণ প্রকাশ করার জন্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর একটি আবেদনের বিরোধিতা করেছে বিহারের নির্বাচন কমিশন (EC)।

আরও পড়ুন: India US Tariff Row: 'ভারতের ঘাড়ে শুল্কবোঝা চাপানোটা ট্রাম্পের ঐতিহাসিক ভুল! এবার চিন-রাশিয়া ধীরে ধীরে ভারতের...' বললেন স্বয়ং...

এডিআর-ইসি সংঘাত!

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস তথা ADR-এর আবেদন অনুসারে, নির্বাচন কমিশনকে সেই সমস্ত ব্যক্তির তথ্য প্রকাশ করতে হবে, যাঁদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে, নির্বাচন কমিশন এডিআর-এর এই আবেদনটির বিরোধিতা করে বলেছে যে, তারা এই ধরনের তথ্য প্রকাশ করতে আইনত বাধ্য নয়। নির্বাচন কমিশন জোর দিয়ে বলেছে, SIR প্রক্রিয়ার লক্ষ্য হল ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ দিয়ে একটি পরিষ্কার এবং সঠিক ভোটার তালিকা তৈরি করা। 

বৈধ বাদের আশঙ্কা?

অন্য দিকে, বিরোধীরা এই প্রক্রিয়ার সমালোচনা করে বলেছে, ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ দিয়ে একটি পরিষ্কার এবং সঠিক ভোটার তালিকা তৈরি করতে গেলে এর জেরে প্রচুর সংখ্যক বৈধ ভোটারও তালিকা থেকে বাদ হয়ে যেতে পারেন। এ বিষয়ে সুপ্রিম কোর্ট একটি চূড়ান্ত শুনানির তারিখ ঘোষণা করেছে এবং বলেছে, বিষয়টি বিচার বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে।

শীর্ষ আদালতে ইসি

বিহারের ভোটার তালিকা থেকে কোনও যোগ্য ভোটারের নাম বিনা নোটিসে কেটে দেওয়া হবে না-- সুপ্রিম কোর্টকে আশ্বস্ত কের জানিয়েছে নির্বাচন কমিশন। নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিস দিয়ে কারণ জানানো, শুনানির সুযোগ দেওয়া এবং যুক্তিসঙ্গত লিখিত নির্দেশ জারি করা বাধ্যতামূলক বলেও জানিয়ে দিয়েছে কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলছে। এই বিষয়ে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে একটি নতুন হলফনামা জমা দিয়েছে। কমিশন জানিয়েছে, কোনো ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়ার আগে তাঁকে অবশ্যই নোটিশ দেওয়া হবে এবং তাঁর বক্তব্য শোনার সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন: Taj Mahal or Shiva Temple: 'তেজোমহালয়' শিবমন্দিরের জায়গাতেই 'তাজমহল'? জানুন, শাহজাহানের অপূর্ব কীর্তির পিছনের শিবরহস্য...

ভুলবশতও বাদ নয় 

শনিবার শীর্ষ আদালতে দাখিল করা একটি নতুন হলফনামায় কমিশন জানায়, নির্বাচনী তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR চলাকালীন এই প্রক্রিয়ার জেরে ভুলবশতও যাতে কোনও যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে, সেজন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (ADR) অভিযোগ করেছে, অন্তত ৬৫ জন যোগ্য ভোটারের নাম বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছে। গত ৬ অগস্ট সুপ্রিম কোর্ট এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে জবাব চেয়ে ১৩ অগস্ট শুনানির দিন ধার্য করেছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More