Home> দেশ
Advertisement

শতাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ, পুলিসের জালে হরিয়ানার মন্দিরের পূজারী

সম্প্রতি এক মহিলার আত্মীয় পুলিসের কাছে ওই ধর্ষণের অভি‌যোগ করেন। তিনি ৫টি ভিডিও ক্লিপ দেখান পুলিসকে

শতাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ, পুলিসের জালে হরিয়ানার মন্দিরের পূজারী

নিজস্ব প্রতিবেদন: কয়েক মাস ধরেই সোশ্যাল মিড়িয়ায় প্রকাশিত হচ্ছিল একের পর এক ‌যৌন নি‌র্যাতনের ভিডিও। এর মধ্যেই পুলিসের কাছে এসে সবকিছু ফাঁস করে দেন এক নি‌র্যাতিতা মহিলার আত্মীয়। তার পরেই নড়চড়ে বসল হরিয়ানা পুলিস।

আরও পড়ুন-১৯-এর ব্রিগেড থেকেই হবে দিল্লি দখল : মমতা

শুক্রবার ধর্ষণের অভি‌যোগ গ্রেফতার করা হল ফতেহবাদ জেলার তোহানার এ পূজারীকে। বাবা অমরপুরি নামে ৬০ বছরের ওই মহন্তের বিরুদ্ধে ১২০ জন মহিলাকে ধর্ষণ করার অভি‌যোগ উঠছে বলে সংবাদ মাধ্যমের খবর। প্রসঙ্গত ধর্ষণের ওই ভিডিও ক্লিপগুলি অমরপুরি নিজেই তুলেছিলেন বলে অভি‌যোগ।

সম্প্রতি এক মহিলার আত্মীয় পুলিসের কাছে ওই ধর্ষণের অভি‌যোগ করেন। তিনি ৫টি ভিডিও ক্লিপ দেখান পুলিসকে। তদন্তকারীরা এখনও প‌র্যন্ত অমরপুরির শোয়ার ঘরটি সিল করে দিয়েছে। বহু আপত্তিকর জিনিস উদ্ধার করা হয়েছে বলেও দাবি করছে হরিয়ানা পুলিস।

আরও পড়ুন-দলবদলকারীদের উদ্দেশে 'ক্যারট অ্যান্ড কেন' কটাক্ষ অধীরের

এদিকে ওই অমরপুরির বিরুদ্ধে পুলিসে অভি‌যোগ করতে সম্মত হয়েছেন ২ মহিলা। ফলে তিনি আরও চাপে পড়তে চেলছেন। তবে অমরপুরির দাবি, তাঁকে পুলিস টার্গেট করেছে কারণ তিনি পুলিসকে ‘প্রোটেকশন মানি’ দিতে রাজি হননি।

Read More