Home> দেশ
Advertisement

UP Shocker: সিনেমা নয়! মায়ের লাঞ্ছনাকারীকে ১০ বছর পর খুঁজে খু*ন করল ছেলে, তারপরই...

UP Shocker: ঘটনার তদন্ত করতে গিয়ে আকাশ থেকে পড়ে পুলিস। এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস। তাতেও কোনও ক্লু পাওয়া যাচ্ছিল না। কিন্তু এরই মধ্যে সোস্যাল মিডিয়ায় একটি মদের পার্টির ভিডিয়ো চলে আসে পুলিসের হাতে

UP Shocker: সিনেমা নয়! মায়ের লাঞ্ছনাকারীকে ১০ বছর পর খুঁজে খু*ন করল ছেলে, তারপরই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মায়ের অপমান। দশ বছরের পুরনো রাগ পুষে রেখেছিল ছেলে। মায়ের অপমানকারী ডাবওয়ালকে খুন করল যুবক ও তার চার সঙ্গী। তদন্ত করতে গিয়ে পুলিস একবারে অন্ধকারে হাতড়াতে শুরু করে। শেষপর্যন্ত একটি মদের পার্টির ছবির সূত্রে ধরে খুনির কাছে পৌঁছে যায় পুলিস। লখনউয়ের ঘটনা।

সোশ্যাল মিডিয়ার একটি ভিডিয়োর সূত্র ধরে পুলিস মূল অভিযুক্ত সোনু কাশ্যাপকে গ্রেফতার করে। দশ বছর আগে মনোজ নামে ওই ব্য়ক্তি তার মায়ের উপরে হামলা চালিয়েছিল। তার পর থেকেই এলাকা থেকে সে উধাও হয়ে যায়। এর পর থেকে টানা দশ বছর সোনু কাশ্য়পকে খুঁজেছে লখনউয়ের রাস্তায় রাস্তায়। 

মাস তিনেক আগে লখনউয়ের লখনউয়ের মুন্সি পালিয়া এলাকায় সোনুর নজরে পড়ে যায় মনোজ। তার পর থেকেই মনোজকে সরিয়ে দেওয়ার প্ল্যান করতে থাকে সোনু। মনোজের রোজকার চলাফেরা নিখুঁতভাবে নজর রাখতে থাকে। শেষপর্যন্ত মনোজকে খুন করতে চার বন্ধুকে জোগাড় করে ফেলে। সেই পরিকল্পনা মতোই তৈরি হয়ে যায় রণজিত, আদিল, সালামু ও রেহমত আলি। সোনু তাদের বলে, কাজ হাসিল হয়ে গেলে বড়সড় পার্টি দেওয়া হবে।

গত ২২ মে মনোজ যখন তার দোকান বন্ধ করছিল সেই সময় সোনু ও তার চার বন্ধু মিলে লোহার রড ও অন্যান্য অস্ত্র নিয়ে মনোজের উপরে হামলা চালায়। ওই হামলায় গুরুতর জখম হয় মনোজ। মরে গিয়েছে ভেবে তাকে ফেলে রেখে পালায় সোনুরা। তবে আসপাশের লোকজন, মনোজকে হাসপাতালে ভর্তি করে। তবে শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি

আরও পড়ুন- আধার-ভোটার আইডি-রেশন কার্ড কোনও গ্রহণযোগ্য নথিই নয়, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল নির্বাচন কমিশন

ঘটনার তদন্ত করতে গিয়ে আকাশ থেকে পড়ে পুলিস। এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস। তাতেও কোনও ক্লু পাওয়া যাচ্ছিল না। কিন্তু এরই মধ্যে সোস্যাল মিডিয়ায় একটি মদের পার্টির ভিডিয়ো চলে আসে পুলিসের হাতে। সেখানে দেখা যায় কমলা রঙের পোশাক পরে একজন নাচছে। তাকেই দেখা গিয়েছে মনোজে দোকানের আসেপাশে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া ওই ভিডিয়োর প্রফাইলে গিয়ে তার মালিককে গ্রেফতার করে অভিযুক্ত ৫ জনকেই গ্রেফতার তরে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More