Home> দেশ
Advertisement

UPA সরকারের ব্যর্থতা 'স্বীকার' করলেন সোনিয়া গান্ধী!

ও মাই গড! বিরোধীকে আক্রমণ করতে গিয়ে কিনা এমন ভুল। তাও আবার বললেন কে? কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বিরোধীদের ব্যর্থতার কথা বলতে গিয়ে শেষে কিনা নিজেদের 'দোষ স্বীকার'।

UPA সরকারের ব্যর্থতা 'স্বীকার' করলেন সোনিয়া গান্ধী!

ওয়েব ডেস্ক: ও মাই গড! বিরোধীকে আক্রমণ করতে গিয়ে কিনা এমন ভুল। তাও আবার বললেন কে? কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বিরোধীদের ব্যর্থতার কথা বলতে গিয়ে শেষে কিনা নিজেদের 'দোষ স্বীকার'।

অন্ধ্রপ্রদেশের এক সভায় বক্তব্য রাখার সময় সোনিয়া গান্ধী করে ফেলেছেন একটা ছোট্ট ভুল। দলের কর্মীদের উজ্জীবিত করতে তিনি বলে ফেলেছেন, 'এই সরকারের দু'বছর পার হতে চলল কিন্তু আমরা কিছুই কাজ দেখতে পেলাম না। এই দু'বছরে 'ইউপিএ' সরকার কোনও কাজ করেনি।' যদিও এই 'ভুল' বক্তব্য তিনি একটি লিখিত বিবৃতি দেখে পড়ছিলেন। তাই এই 'ভুল' কংগ্রেস সভানেত্রীর মুখ থেকে বেরলেও আসলে কার তা নিয়ে সন্দেহ আছে।

 

Read More