Home> দেশ
Advertisement

Sonia Gandhi: শিমলায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোনিয়া! ভর্তি হন ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে...

Sonia Gandhi Health Updates: বছর আটাত্তরের কংগ্রেস নেত্রী। তাঁকে তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা চলে। হয় হেলথ চেক-আপও। পরে ছেড়ে দেওয়া হয়। কী হয়েছিল?

Sonia Gandhi: শিমলায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোনিয়া! ভর্তি হন ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাহাড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তাঁকে তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে (Indira Gandhi Medical College and Hospital) ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলে। করা হয় MRI এবং অন্যান্য টেস্ট। হয় হেলথ চেক-আপ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: India Pakistan Tension: 'এবার না খেয়ে মরব, কিছু একটা করুন'! 'অপারেশন সিঁদুরে'র পরই পাকিস্তান কেন পরপর ৪ চিঠি লিখল ভারতকে?

আরও পড়ুন: Shani Gochar 2025: ভগবান শনির নয়নে অশনি সংকেত? আগামী দু'বছর কোন কোন রাশিকে দু'হাত ভরে কৃপা করবেন তিনি? জেনে নিন, শনি-কথা...​

দু'বার কোভিড

দেখতে গেলে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৮ বছরের সোনিয়া। সংশ্লিষ্ট মহল থেকে জানা গিয়েছে, বিভিন্ন শারীরিক সমস্যার জন্য মোটামুটি চিকিৎসার মধ্যেই আছেন তিনি। করাচ্ছেনও চিকিৎসা। দু'বার কোভিডে আক্রান্ত হয়েছেন সোনিয়া গান্ধী। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে।

সুখবিন্দর সিং সুখু

সূত্রের খবর, আজ শনিবারও অসুস্থ হয়ে পড়েন সোনিয়া। তবে তাঁর ঠিক কী হয়েছিল প্রাথমিক ভাবে সেটা জানা যায়নি। তবে অসুস্থতার জন্য শিমলার সবচেয়ে নামী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাঁকে, এটা জানা যায়। এবং শুধু তাই নয, শোনা যাচ্ছে, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুও সোনিয়াকে দেখতে যাবেন। পরে তিনি সোনিয়ার অসুস্থতা নিয়ে বক্তব্যও রাখেন।

নব সত্যাগ্রহে নয়

গত বছরের ডিসেম্বরে ৭৮ বছরে পা দিয়েছেন সোনিয়া। ওই সময়েও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কর্নাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারেননি। গত তিন বছর ধরে মাঝেমধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর পাওয়া গিয়েছে। যদিও অসুস্থতার মধ্যেই পরিষদীয় রাজনীতিতে সক্রিয় থাকতেও দেখা গিয়েছে তাঁকে।

মেয়ের ডাকে

গত সোমবারই শিমলা গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। শিমলায় তাঁর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়ি রয়েছে। সেখানেই ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। কয়েকটি মন্দিরেও যাওয়ার পরিকল্পনা ছিল কংগ্রেসের সংসদীয় দলনেত্রীর। কিন্তু এই সব পরিকল্পনার মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More