নিজস্ব প্রতিবেদন: লক্ষ্য ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিরোধী জোট। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার সোনিয়া গান্ধীর ডাকে নৈশভোজে যোগ দিল ১৯ বিরোধী দল।
দেশজুড়ে বিজেপির গতি রুখতে মরিয়া কংগ্রেস। কিন্তু একার দমে যে নির্বচানে ভালো ফল করা সম্ভব নয় তা দেখিয়ে দিয়েছে গুজরাট বিধানসভা নির্বাচন। ফলে বিরোধীদের এককাট্টা করতে মরিয়া কংগ্রেস। পাশাপাশি সপা, সিপিএম, বসপা সহ বিরোধীরা যেভাবে ক্রমশ কোণঠাসা হচ্ছে তাতে তাদের সামনেও জোট রাজনীতি ছাড়া আর কোনও পথ খোলা নেই।
অারও পড়ুন-লাগাতার হুমকি দিচ্ছেন! শামির বিরুদ্ধে ফের বিস্ফোরক হাসিন
সম্প্রতি সোনিয়া গান্ধী এক আলোচনা সভায় মন্তব্য করেন, বিজেপিকে কোনওভাবেই ২০১৯ সালে সরকার গড়তে দেওয়া যাবে না। এর পরই এই নৈশভোজের আয়োজন। মঙ্গলবার সোনিয়ার ডাকে নৈশভোজে হাজির হয়েছিলেন সপা, বসপা, তৃণমূল, সিপিএম, ডিএমকে, আরজেডি, ন্যাশনাল কন্ফারেন্সের প্রতিনিধিরা।
Fabulous dinner tonight, hosted by UPA Chairperson, Sonia Gandhi Ji. An opportunity for leaders from different political parties to meet and bond, informally.
— Office of RG (@OfficeOfRG) March 13, 2018
Much political talk but much more important - tremendous positive energy, warmth and genuine affection. pic.twitter.com/IxaAm7UPoI
নৈশভোজ সম্পর্কে বলতে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, নৈশভোজে রাজনৈতিক আলোচনাই বেশি হয়েছে। বিরোধী নেতাদের একে অপরের সঙ্গে কথা বলার এটা একটা বড় সুযোগ ছিল।