জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের স্বাভাবিক হল বিমান পরিষেবা। আজ, সোমবার থেকে যখন খুলে গেল দেশের ৩২ বিমানবন্দর, তখন আগামীকাল মঙ্গলবার থেকে বিমান চলাচল শুরু হবে শ্রীনগর বিমানবন্দরে। বুধবার থেকেই চালু হয়ে যাচ্ছে জম্মু ও কাশ্মীর হজগামী বিমানও।
অপারেশন সিদুঁরের পর ভারতে পাল্টা আঘাত হেনেছিল পাকিস্তান। গত বৃহস্পতিবার জম্ম-কাশ্মীর-সহ সীমান্ত লাগোয়া এলাকায় ড্রোন হামলার চেষ্টা করা হয়। এরপরই নোটিস টু এয়ারমেন (NOTAM) জারি করে উত্তর ও পশ্চিম ভারতের মোট ৩২টি বিমানবন্দরে সমস্ত অসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার কথা ঘোষণা করে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) এবং সংশ্লিষ্ট বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলি। সময়সীমা ছিল শনিবার ভোর পর্যন্ত। এরপর শুক্রবার সেই সময়সীমা আরও বাড়ানো হয়। জানানো হয়েছিল, আগামী ১৫ মে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ওই বিমানবন্দরগুলি পরিষেবা বন্ধ থাকবে।
এদিকে শনিবার বিকেলেই সংঘর্ষবিরতিতে রাজি হয়ে গিয়েছে ভারত ও পাকিস্তান। স্বাভাবিকভাবেই সীমান্তে উত্তেজনাও কমেছে। এই পরিস্থিতি আজ. সোমবার থেকে দেশের ৩২ বিমানবন্দরে চালু হয়ে গেল পরিষেবা। সকাল সাড়ে দশটাতেই খুলে গিয়েছে চণ্ডীগড়ের শহিদ ভগৎ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দর। বাকি বিমানবন্দরগুলিতেও পরিষেবা স্বাভাবিক হচ্ছে।
পহেলগাঁও কাণ্ডের জবাবে যেদিন পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর(POK) জঙ্গিঘাঁটিগুলি গুড়িয়ে দেয় ভারত, সেদিন থেকে পরিষেবা বন্ধ ছিল শ্রীনগর বিমানবন্দরে। দেশের অন্য বিমানবন্দরে খুলে যাওয়ার পর শ্রীনগর বিমানবন্দরেও পরিষেবা চালুর কথা ঘোষণা করা হল। কেন? সেনার তরফে জানানো হয়েছে, রবিবার রাতে সীমান্ত লাগোয়া এলাকায় নতুন করে কোনও হামলার ঘটনা ঘটেনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)