Home> দেশ
Advertisement

Kashmir: শ্রীনগরের থেকে শ্যামনগর ঠান্ডা! খামোখা খরচ করে লাভ নেই... আবহাওয়ার পাগলামিতে কাশ্মীরে ৩৩ ডিগ্রি...

Kashmir: উফ! কাশ্মীরেও গরম! গত ২০ বছরে জুন মাসে এত গরম পড়েনি শ্রীনগরে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। 

Kashmir: শ্রীনগরের থেকে শ্যামনগর ঠান্ডা! খামোখা খরচ করে লাভ নেই... আবহাওয়ার পাগলামিতে কাশ্মীরে ৩৩ ডিগ্রি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: কাশ্মীরেও গরম! সূর্যের প্রবল তাপে পুড়ছে ভূ-স্বর্গও। গত ২০ বছরে জুন মাসে এত গরম পড়েনি শ্রীনগরে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আর উত্তর ২৪ পরগনার শ্যামনগরে ২৭ ডিগ্রি!

আরও পড়ুন:  Ahmedabad Plane Crash: দানব ড্রিমলাইনারের কবলে আট মাসের শিশু! অভিশপ্ত বিমানের সর্বকনিষ্ঠ ভুক্তভোগীর শরীরের ৩০% পোড়া...

চারিদিকে বরফ ও পাহাড়। ফলে গরম সেভাবে পড়ে না কাশ্মীরে। সারা বছরই ঠান্ডা আবহাওয়া। শীতকালে বরফ পড়ে। সেই কাশ্মীরের এখন তাপমাত্রার পারদ তিরিশ ডিগ্রি পারল করে ফেলল। এর আগে, ২০০৫ সালে ২৫ জুন কাশ্মীরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে এবছর জুন গরম সামান্য় কমই। তবে যে জায়গা যেহেতু কাশ্মীর, তাই তাপমাত্রা এই বৃদ্ধ চমকপ্রদ।   

পরিসংখ্যান অবশ্য বলছে, গত ৫৭ বছরে কাশ্মীরের উষ্ণতম দিন বা সবচেয়ে বেশি গরম পড়েছিল চলতি বছরের ২২ মে। সেদিন তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।  তার আগে, ১৯৬৮ সালে ২৪ মে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে তাপমাত্রা সর্বকালীন রেকর্ড পার করে ফেলেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলা।  ২২ মে সেখানে  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। ২০০১ সালের ১৫ মে সর্বোচ্চ ৩২.৬ ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি। তাপমাত্রা এখন এতটাই বেশি যে. শ্রীনগর পুর এলাকায় স্কুলের সময়ে বদলানোর নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।

আরও পড়ুন:  Voter ID Card in 15 days: ৩০ নয়, এবার ১৫ দিনেই হাতে পেয়ে যাবেন সচিত্র ভোটার কার্ড! জানুন, কীভাবে অনলাইনে আবেদন করবেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More