জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকুম্ভে বিপত্তি। তাঁবুতে আগুন লাগার মতো ঘটনার পর এবার পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হল মহাকুম্ভে। মৌনী অমাবস্যা উপলক্ষ্যে লাখ লাখ মানুষ স্নানের জন্য সঙ্গমে জড়ো হন। আর সঙ্গমে যেতে গিয়েই মঙ্গলবার রাত দুটো নাগাদ পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় মহাকুম্ভে। এতে বহু মানুষ আহত হন। আশঙ্কা করা হচ্ছে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে উত্তরপ্রদেশ প্রশাসন এনিয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করেনি। ওই ঘটনা নিয়ে রাজ্য়ের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের চিকিত্সায় সব ধরনের সাহায্যের আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন-বাড়বে দিনের তাপমাত্রা, বৃষ্টিতে ভিজতে পারে এইসব জেলা
মহাকুম্ভ পরিচালন সমিতির অনুমান মৌনী অমাবস্যা উপলক্ষ্যে ত্রিবেনী সঙ্গমে জড়ো হন কমপক্ষে ৮০ লাখ থেকে ১ কোটি মানুষ। প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ঘাটে তারা জড়ো হন। গতকাল মধ্যরাতে স্নানের সময় কোনও কারণে তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কয়েকটি ব্যরিকেড ভেঙে যায়। তার পরেই ছোটছুটি শুরু হয়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। তাতেই আহত হন বহু মানুষ। ওই ঘটনা নিয়ে মহকুম্ভের স্পেশাল অকজিকিউটিভ অফিসার আকাঙ্খা রানা বলেন, কয়েকটি ব্যারিকেড ভেঙে যাওয়া সঙ্গমে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। তাতেই বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিত্সা চলছে।
#WATCH | Prayagraj | On Mauni Amawasya, Acharya Mahamandaleshwar Swami Avdheshanand Giri Maharaj of Juna Akhara says, "Today's 'snan' was for the welfare of the world. I express my condolence for the accident which has occurred. I hope the families of the injured persons find… pic.twitter.com/f9LbOsAzrW
— ANI (@ANI) January 29, 2025
উল্লেখ্য, ওই ঘটনার পর বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে, স্নানের ঘাটগুলি সিল করা হয়েছে। প্রয়াগরাজে সঙ্গমে প্রবেশের অধিকাংশ রাস্তা বন্ধ করা করা হয়েছে যাতে নতুন করে ওই জায়গায় পুণ্যার্থীরা প্রবল করতে না পারে। এই অবস্থায় মৌনী অমাবস্যায় আজ পুণ্যস্নান বাতিল করেছে ১৩টি আখাড়া। এর পরিবর্তে ওই স্নানের আয়োজন রবিবার করা যায় কিনা তার ব্যবস্থা করা হচ্ছে।
महाकुंभ में अव्यवस्थाजन्य हादसे में श्रद्धालुओं के हताहत होने का समाचार बेहद दुखद है। श्रद्धांजलि!
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 29, 2025
हमारी सरकार से अपील है कि:
- गंभीर रूप से घायलों को एअर एंबुलेंस की मदद से निकटतम सर्वश्रेष्ठ हॉस्पिटलों तक पहुंचाकर तुरंत चिकित्सा व्यवस्था की जाए।
- मृतकों के शवों को चिन्हित…
সংবাদমাধ্যমে এক পুণ্যার্থী বলেন, আমরা ৯ জন ছিলাম। হঠাত্ করে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। আমরা এক জায়গায় আটকে পড়লাম। অনেকে পড়ে গেল। মানুষজন তাদের উপর দিয়ে চলে গেল।
কুম্ভমেলা কমিটির তরফে জানানো হয়েছে, মৌনী অমাবস্যা উপলক্ষ্যে কমপক্ষে ১০ কোটি মানুষ সঙ্গম স্নান করবেন। ফলে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে তা সহজেই অনুমেয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)