Home> দেশ
Advertisement

Trump Tariff News Stock Market News: মাত্র ১৫ মিনিটেই উধাও ৫,০০০,০০০,০০০,০০০ টাকা! ট্রাম্পের নীতিকোপে বৃহস্পতিতেই বিশাল ধস...

Investors Lost Over 5 Lakh Crore Rupees in Just 15 Minutes: ভারতের ঘাড়ে বিপুল শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প! আর তারই জেরে শেয়ার বাজারে শুরু হল রক্তক্ষরণ! বৃহস্পতিবার বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের ৫ লক্ষ কোটি টাকা নিমেষে উধাও! কী ঘটবে এরপর?

Trump Tariff News Stock Market News: মাত্র ১৫ মিনিটেই উধাও ৫,০০০,০০০,০০০,০০০ টাকা! ট্রাম্পের নীতিকোপে বৃহস্পতিতেই বিশাল ধস...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেয়ার বাজারে (Stock Market News) বিশাল ধস। ভারতবন্ধু ও খামখেয়ালি আনপ্রেডিক্টবল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সিদ্ধান্তের জেরে এই কাণ্ড। গতকাল ট্রাম্প ভারতের (India) উপর ২৫ শতাংশ শুল্ক (25% tariffs to India) চাপানোর কথা ঘোষণা করেন। আর তার পরে আজকের এই ছবি।

আরও পড়ুন: Russia Earthquake Tsunami Hits: রাশিয়ার বীভৎস ভূমিকম্পে বিশ্ব জুড়ে ভয়াবহ সুনামি! রাক্ষুসে জলের তলায় বিশ্বের কোন কোন শহর?

লক্ষ্মীবারে টলে উঠল লক্ষ্মীর আসন

জুলাই মাসের শেষদিন আজ, বৃহস্পতিবার। আজ বিশাল পতন শেয়ার বাজারে। এদিন বাজার খোলার ১৫ মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের ৫ লক্ষ কোটি টাকা নিমেষে উধাও! আর তাতেই দিনের শুরুতেই লাল সংকেত বাজারে। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হু-হু ধস নামে। মাত্র ১৫ মিনিটে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫ লক্ষ কোটি! অবিশ্বাস্য! কেন? বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন শুল্কনীতির চাপেই এই বিশাল পতনের সম্মুখীন ভারতীয় অর্থনীতি।

ট্রাম্প-কথা এবং শেয়ারে ধস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল, বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত জরিমানা চাপানোর কথা ঘোষণা করেছেন। যা চালু হওয়ার কথা আগামীকাল, শুক্রবার, ১ অগস্ট থেকে। কিন্তু যার প্রত্যক্ষ প্রভাব এদিন, এই বৃহস্পতিবারই ভারতীয় শেয়ার বাজারে প্রকট হল। ২০০ পয়েন্টেরও বেশি পতনে নিফটি খুলেছে। সেনসেক্স ৭৫০ পয়েন্টেরও বেশি পড়েছে। নিফটি ব্যাঙ্ক প্রায় ৩০০ পয়েন্ট, নিফটি আইটি ২১৫ পয়েন্ট এবং এফএমসিজি ৩০০ পয়েন্টেরও বেশি পড়েছে।

সকালেই পতন

সকাল ৯.২০ নাগাদ বিএসই সেনসেক্স ৫০০ পয়েন্ট কমে ৮১,০০৬.৬৫ এ এবং নিফটি ১৬০ পয়েন্ট কমে ২৪৬৮৮ এ লেনদেন করছে। বিএসই-তে শীর্ষ ৩০টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানির শেয়ারের দাম পড়েছে। যার মধ্যে টাটা মোটরস, আরআইএল, এমঅ্যান্ডএম এবং ভারতী এয়ারটেলের মতো কোম্পানির শেয়ারের দাম প্রায় ২ শতাংশ কমেছে। 

ট্রাম্পীয় ব্যাখ্যা

বুধবার সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন-- 'মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তার কারণ ওদের শুল্কহার খুব বেশি। তাছাড়াও, ওদের যুদ্ধাস্ত্রের অনেকটাই ওরা রাশিয়া থেকেই কেনে। রুশ শক্তিসম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চিন। বিশেষ করে সেই সময়ে, যখন কিনা সকলে বলছে, রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ করা! যাই হোক, এসবের জন্যই ভারত এবার ২৫ শতাংশ শুল্ক দেবে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তিও পেতে হবে ভারতকে।' কবে থেকে লাগু হবে এই নতুন শুল্ক-হার? সেটাও তাঁর বক্তব্যে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প তাঁর ওই বার্তাতেই লেখেন-- '১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকর হবে।'

আরও পড়ুন: Tsunami Disrupts Marine Life: ভয়াল ভূকম্পে মারণ সুনামি! তীরে উঠে এল তিমি, সুনামিস্রোতে পালাল সি-লায়ন! দেখুন ভয়ংকর ভিডিয়ো...

ইটের বদলে পাটকেল?

বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে আমেরিকার তরফে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল ১ আগস্ট। তবে নানা জটিলতায় আটকা পড়ে এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়ে ওঠেনি ভারতের। ঠিক এই পরিস্থিতিতেই ভারতের উপর শুল্ক চাপানো হবে কি না, জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার বলে দেন-- 'হ্যাঁ এটা হতেই পারে'! পাশাপাশি ট্রাম্প জানান, 'ভারত আমাদের বন্ধু দেশ। তবে যে কোনও দেশের চেয়ে ভারত বেশি শুল্ক আরোপ করেছে। এটা চলতে পারে না। তাই ভারতের উপর এবার বেশি পরিমাণ শুল্ক চাপাবে আমেরিকা!'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More