Home> দেশ
Advertisement

পন্নিরসেলভমের দাবি আদায় : 'আম্মা'র মৃত্যুতে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী পালানিস্বামীর

পন্নিরসেলভমের দাবি আদায় : 'আম্মা'র মৃত্যুতে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী পালানিস্বামীর

ওয়েব ডেস্ক: জয়ললিতার মৃত্যুর তদন্ত করা হবে, জানিয়ে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী। পালানিস্বামীর এই ঘোষণা আসলে দলীয় স্তরে পন্নিরসেলভমের সঙ্গে তাঁর শিবিরের সংযুক্তি কার্যত পাকা করে দিল বলে মনে করা হচ্ছে। কারণ, পন্নির শিবির দল সংযুক্তির ক্ষেত্রে যেকটি শর্ত দিয়েছিল, তারমধ্যে অন্যতম ছিল 'আম্মার' মৃত্যু তদন্ত। এর আগে পন্নিরসেলভমের দাবি অনুসারে দল থেকে ডানা ছাঁটা হয়েছে পিসি-ভাইপো তথা ভিকে শশীকলা ও দিনাকরণের।

উল্লেখ্য, গত সপ্তাহেই শোনা গিয়েছিল যে এই সপ্তাহেই এআইডিএমকের সংযুক্তির খবর সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। আজকের এই তদন্তের নির্দেশের পর সংযুক্তির ঘোষণা কেবল সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। (আরও পড়ুন- সংযুক্তির পথে আম্মার দল)

Read More