Home> দেশ
Advertisement

Delhi Earthquake: সাতসকালে কেঁপে উঠল দিল্লি ও সন্নিহিত অঞ্চল, ঘর ছেড়ে বেরিয়ে এলেন আতঙ্কিত মানুষজন

Delhi Earthquake: কম্পনের পরপরই একটি বিবৃতি জারি করে এনডিআরএফ। সেখানে বলা হয়, আতঙ্কের কোনও কারণ নেই। বলা হয় ঘর থেকে বাইরে বেরিয়ে এসে ফাঁকা জায়গায় আশ্রয় নিন

Delhi Earthquake: সাতসকালে কেঁপে উঠল দিল্লি ও সন্নিহিত অঞ্চল, ঘর ছেড়ে বেরিয়ে এলেন আতঙ্কিত মানুষজন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাতসকালে কম্পন। কেঁপে উঠল দিল্লি ও সন্নিহিত এলাকা। কম্পনের মাত্রা রিখটের স্কেলে ৪.৪। হরিয়ানার ঝাঁঝরের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। হঠাত্ করে মাটি কেঁপে ওঠায় আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসনে মানুষজন। সকাল ৯টা ৪ মিনিট নাগাদ কম্পনে কেঁপে ওঠে নয়ডা, গুরুগ্রাম, উত্তরপ্রদেশের শামলি ও মেরঠের মতো এলাকা। কম্পন টের পাওয়া যায় ২০০ কিলোমিটার এলাকাজুড়ে।

হরিয়ানায় কম্পন টের পাওয়া যায় গুরুগ্রাম, রোহতক, দাদরি, বাহাদুরগড়ে। ভূমিকম্প টের পেয়েই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করতে থাকেন মানুষজন। শোরগোল ওঠে নেটপাড়ায়।

কম্পনের পরপরই একটি বিবৃতি জারি করে এনডিআরএফ। সেখানে বলা হয়, আতঙ্কের কোনও কারণ নেই। বলা হয় ঘর থেকে বাইরে বেরিয়ে এসে ফাঁকা জায়গায় আশ্রয় নিন।

আরও পড়ুন-'বদলি করে দেব তোকে', এবার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে 'দাদাগিরি' বিধায়ক কাঞ্চনের!

আরও পড়ুন- নিম্নচাপের প্রভাব কমলেও আজ বৃষ্টিতে ভিজবে ৭ জেলা, ফের বর্ষণ বাড়বে...

উল্লেখ্য, ভৌগলিক অবস্থানের কারণে ভূমিকম্প দিল্লিতে নতুন কিছু নয়। ইন্ডিয়ান টেকটনিক প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংঘাতের কারণে হিমালয় অঞ্চলের এই অংশ ভূমিকম্পপ্রবন।  দিল্লির অবস্থান সিসমিক জোন ৪-এ। ফলে এই এলাকায় ভূমিকম্পের সম্ভানা অত্যান্ত বেশি। পাশাপাশি দিল্লির বেশ কয়েকটি ফল্টলাইনের কাছ অবস্থিত। তাই এই অঞ্চল ভূমিকম্পপ্বন। ১৭২০ সালে থেকে দিল্লি ও সন্নিহিত অঞ্চল ৫.৫ মাত্রার বেশি অন্তত ৫টি ভূমিকম্প সহ্য় করেছে।

এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। এমনটাই জানিয়েছে দিল্লি পুলিস।

মঙ্গলবার সকাল ৯টা ২২ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠে অসমের একাংশ। দুলে ওঠে অসমের কার্বি আলংয়ের মাটি। কম্পন টের পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন মানুষজন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১।কম্পনের উত্স ছিল মাটির ২৫ কিলোমিটার গভীর। এর আগে গত সোমবার কেঁপে ওঠে আন্দামান সাগর। কম্পনের উত্সস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। আন্দামানে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলের ৪.৫। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More