Home> দেশ
Advertisement

BrahMos Missile: ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য, সুপারসনিক BrahMos মিসাইলের সফল পরীক্ষা সারল DRDO

মার্চের প্রথম সপ্তাহে ব্রহ্মস মিসাইলের অন্য একটি সংস্করণের সফল পরীক্ষা সারে ভারতীয় নৌসেনা

BrahMos Missile: ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য, সুপারসনিক BrahMos মিসাইলের সফল পরীক্ষা সারল DRDO

নিজস্ব প্রতিবেদন: ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম সুপারসনিক ব্রহ্মস মিসাইলের সফল পরীক্ষা সরাল ভারত। বুধবার আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে উত্ক্ষেপণের পর নিখুঁত নিশানায় আঘাত হানে ব্রহ্মস। এটির পাল্লা ব্রহ্মস মিসাইলের আগের সংস্করণগুলির থেকে অনেক বেশি।

মিসাইলের উত্ক্ষেপণ তদারকি করতে আন্দামান নিকোবর আইল্য়ান্ডে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরি। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি নিখুঁত নিশানায় আঘাত হেনেছে।

মার্চের প্রথম সপ্তাহে ব্রহ্মস মিসাইলের অন্য একটি সংস্করণের সফল পরীক্ষা সারে ভারতীয় নৌসেনা। সেই পরীক্ষাটিও সফল হয় বলে জানানো হয় নৌ বাহিনীর পক্ষ থেকে।

উল্লেখ্য, ২০১৭ সালে আকাশ থেকে আকাশে ক্ষেপণযোগ্য ব্রহ্মস মিসাইল পরীক্ষা করা হয় Sukhoi-30MKI বিমান থেকে। ভারতীয় নৌসেনার হাতে বর্তমানে অন্যতম প্রধান অস্ত্র এখন এই ব্রহ্মস মিসাইল। নৌসেনার প্রায় প্রত্যেকটি প্লাটফর্মে তা মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন-Rampurhat Arson: 'নীবর দর্শক হয়ে থাকতে পারি না', মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More