জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপ্রিম কোর্টে দাড়িয়েই কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলেছিল আধার বা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এগুলি খুব সহজেই নকল করা যায়। পাশাপাশি আধারের নিয়মেই রয়েছে সেটি কোনও পরিচয়পত্র নয়। এনিয়ে ফের নির্বাচন কমিশনকে বলল, আপনারা ভোটার কার্ড ও আধার কার্ড বিবেচনা করছেন না কেন? জালিয়াতি হয়েছে বলে ব্ল্যাঙ্কেট ব্যান করতে পারেন না। ড্রাফট লিস্ট প্রকাশে স্থগিতাদেশ দিল না কোর্ট।
বিহারে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR। সেই কাজ করতে গিয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কয়েক লাখ মানুষ। এনিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় আজ সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, যে কোনও নথি জাল হতে পারে। তা হলে আধার বা এপিক কার্ড কেন SIR এর জন্য নিচ্ছেন না। এমনটাই মন্তব্য করনে বিচারপতি সুর্যকান্ত।
উল্লেখ্য, গত ১০ জুলাই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলে বিহারে SIR এর ডক্যুমেন্ট হিসেবে আধার, এপিক কার্ড ও রেশন কার্ডকে গ্রহণ করুন। এটা ন্যায়ের জন্য জরুরি। যেকানও নথিই কমিশনের কাছে শেষ কথা নয়। তাহলে তা আধার ও এপিক কার্ডের জন্যও খাটে।
আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি
আরও পড়ুন-আতঙ্কের নাম SIR! ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য লাগবে কোন ১১ নথি, জেনে নিন
আদালতের তরফে কমিশনকে আরও বলা হয়, আপনারা যে ১১ নথিকে SIR এর জন্য প্রামাণ্য বলে ধরছেন সেগুলিও জাল হতে পারে। সেই জালিয়াতি রোখার পদ্ধতি কী? এভাবে পাইকারি হারে বাতিল করা কেন? বিপুল হারে অন্তর্ভূক্তি নয় কেন?
মামলায় মামলাকারীর তরফে বলা হয়, আপাতত স্যার এর খসড়া প্রকাশ স্থগিত রাখা হোক। কারণ যাদের নাম বাতিল হয়েছে তাদেরকে পৃথকভাবে তালিকায় ঢোকার জন্য লড়াই করতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)