Home> দেশ
Advertisement

Supreme Court on Rahul Gandhi: 'আপনি কী করে জানলেন চিন ২০০০কিমি জায়গা অধিগ্রহণ করে আছে'? রাহুলকে 'সুপ্রিম' ধমক...

Rahul Gandhi: এই মামলার বিরুদ্ধে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। কিন্তু হাই কোর্ট তাঁর আর্জি খারিজ করে দেয়। 

Supreme Court on Rahul Gandhi: 'আপনি কী করে জানলেন চিন ২০০০কিমি জায়গা অধিগ্রহণ করে আছে'? রাহুলকে 'সুপ্রিম' ধমক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় সেনা নিয়ে বিতর্কিত মন্তব্য: রাহুল গান্ধীকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের।

আদালত কী বলল?

চিন ভারতীয় ভূখণ্ডের কিছু এলাকা দখল করেছে বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন রাহুল গান্ধী। রবিবার একটি মানহানির মামলার শুনানিতে রাহুলের উদ্দেশে বিচারপতি দীপঙ্কর দত্তের প্রশ্ন, 'আপনি কী করে জানলেন যে চিন ভারতের ২০০০ স্কোয়্যার কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে? আপনি কি সেখানে ছিলেন? আপনার কাছে কি কোনও বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ রয়েছে?' 

সেনা ও সীমান্ত সংক্রান্ত এই  বিতর্কিত মন্তব্য ঘিরে রাহুল গান্ধীর উপর বেজায় চটেছে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা স্পষ্ট ভাষায় বলেন, 'আপনাকে কে বলেছে যে, চিন ২০০০ বর্গকিমি ভারতীয় ভূখণ্ড দখল করেছে? এর প্রমাণ কী আছে আপনার কাছে? একজন প্রকৃত দেশপ্রেমী এমন কথা বলতেই পারেন না।'

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, 'যখন সীমান্তে উত্তেজনা চলছে, তখন এমন মন্তব্য করা কি যুক্তিযুক্ত? আপনি তো সংসদে এই বিষয়েই প্রশ্ন তুলতে পারতেন।'

ঘটনার সূত্রপাত: 

উল্লেখ্য, ২০২২ সালের ৯ ডিসেম্বর 'ভারত জোড়ো যাত্রা'-র সময় রাহুল বলেছিলেন, 'চিন ২০০০ বর্গকিমি জমি দখল করেছে, ২০ ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন, এবং চিনা সেনা আমাদের জওয়ানদের মারছে অরুণাচলে— কিন্তু ভারতীয় মিডিয়া প্রশ্ন তোলে না।'

মানহানির মামলা: 

এই মন্তব্য ঘিরেই লখনউর একটি নিম্ন আদালতে মানহানির মামলা দায়ের হয়। সেই মামলার উপর স্থগিতাদেশ চেয়ে রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। এই মন্তব্যের জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। মামলাকারী অভিযোগ করেন, দেশের সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন কংগ্রেস নেতা।

এই মামলার বিরুদ্ধে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। কিন্তু হাই কোর্ট তাঁর আর্জি খারিজ করে দেয়। তার পর মানহানির মামলা খারিজ করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। সোমবার এই মামলাটির শুনানি হয় শীর্ষ আদালতের বিচারপতি দত্ত এবং বিচারপতি অগস্টিন জর্জ মসিহ-র বেঞ্চে।

আরও পড়ুন:  Woman MP chain snatched in Delhi: নিরাপত্তা কই? দূতাবাসের সামনেই আক্রান্ত মহিলা সাংসদ, দিল্লিতে দুষ্কৃতীরা ছিনিয়ে নিল সোনার হার...

আরও পড়ুন: Bengaluru PG owner crime case: বেঙ্গালুরুর বিভীষিকা! ফের মালিকের লোভী চোখ PG পড়ুয়ার শরীরে, ঘরে জোর করে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More