Home> দেশ
Advertisement

Indira Jaising | Annapurna Devi: স্তন খামচে সালোয়ারেরর দড়ি ছেঁড়া মোটেই ধর্ষণ নয়, হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ মন্ত্রী...

Central Minister on Allahabad high court verdict: সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং, এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, এই রায় পরিবর্তন করা অত্যন্ত জরুরি এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ পরিবর্তন করে অন্য ধারা আনা উচিত। অবিলম্বের সুপ্রিম কোর্টের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত।

Indira Jaising | Annapurna Devi: স্তন খামচে সালোয়ারেরর দড়ি ছেঁড়া মোটেই ধর্ষণ নয়, হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ মন্ত্রী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক রায়ের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। 'শুধুমাত্র বুক খামচে ধরে সালোয়ারের দড়ি খুলে ফেলা ধর্ষণের অপরাধ নয়', এলাহাবাদ হাইকোর্টের এই ধরনের রায় ঠিক নয় এবং সমাজে এর বিরূপ প্রভাব পড়বে। সুপ্রিম কোর্টের উচিত এই বিষয়টি নিয়ে আলোচনা করা- মনে করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন  Google News

উত্তরপ্রদেশে এক নাবালিকার উপর হামলার ঘটনায় অভিযোগ উঠেছিল অভিযুক্তরা তাঁর স্তন খামচে ধরে সালোয়ারের দড়ি ছিঁড়ে দিয়েছিল এবং তাকে টেনে নিচে একটি কালভার্টে নিয়ে যায়। এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছিল এই ঘটনা শুধুমাত্র যৌন নির্যাতনের সামিল কিন্তু এই ধরনের ঘটনায় ধর্ষণের কোন প্রমাণ নেই। ধর্ষণ প্রমাণ করার জন্য আরও অনেক জোরালো কারণ এবং প্রমাণ থাকা জরুরি। এলাহাবাদ হাইকোর্টের এই রায়ে সারাদেশে ঝড় উঠেছে। অনেকেই মনে করেন, দুষ্কৃতীরা এই ধরনের রায়ে আরও অনেক বেশি সাহস পাবে দুষ্কর্ম করার।

আরও পড়ুন: স্তন খামচে সালোয়ারেরর দড়ি ছিঁড়েছে, তো! এটা মোটেই ধর্ষণ নয়: হাই কোর্ট
সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং, এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, এই রায় পরিবর্তন করা অত্যন্ত জরুরি এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ পরিবর্তন করে অন্য ধারা আনা উচিত। অবিলম্বের সুপ্রিম কোর্টের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত।

আরও পড়ুন:যেন 'চাকরি করা ঝি'! ডাক্তার বর চায় টাকা আর... অত্যাচারে নিজেকে শেষ করলেন শিক্ষিকা...

সর্বশেষ খবর অনুসারে হাইকোর্ট অভিযুক্ত আকাশ এবং পবনকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ এবং শিশু যৌন অপরাধ প্রতিরোধ অর্থাৎ পকসো এবং ১৮ নম্বর ধারায় অপরাধ করার চেষ্টায় মামলায় অভিযুক্ত করেছে।

সারাদেশ তোলপাড় করা এই রায়ে জাতীয় মহিলা কমিশন ও ক্ষোভ প্রকাশ করেছে। মহিলা কমিশনের প্রাক্তন প্রধান রেখা শর্মা বলেছেন, বিচারকরা যদি সংবেদনশীল না হয় তাহলে মহিলা এবং শিশুরা কী করবেন? জাতীয় মহিলা কমিশনের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যাওয়া উচিত।
 
আম আদমি পার্টির নেতা সৌরভ ভরতদার বলেছেন, হাইকোর্ট থেকে এই ধরনের রায় আসা অত্যন্ত লজ্জার ঘটনা।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More