Home> দেশ
Advertisement

Surat Teacher Kidnapped Student: ২৩-এর শিক্ষিকা কামের টানে পালাল! ১১-এর ছাত্রকে নিয়ে হোটেলের ঘরে চলল শরীরী...

Surat Teacher's henious Crime: পুলিশের ডেপুটি কমিশনার ভাগীরথ সিং গাধভি বলেন, "প্রাথমিক তদন্তে আমরা শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করেছি এবং তিনি ছেলেটির সাথে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। আমরা অপহরণ সহ পকসো আইনে অভিযোগ যুক্ত করেছি।"

Surat Teacher Kidnapped Student: ২৩-এর শিক্ষিকা কামের টানে পালাল! ১১-এর ছাত্রকে নিয়ে হোটেলের ঘরে চলল শরীরী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুরাটে ১১ বছর বয়সী ছাত্রকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার।

২৫ এপ্রিল থেকে সুরাট থেকে নিখোঁজ থাকা ২৩ বছর বয়সী এক শিক্ষিকা এবং তার ১৩ বছর বয়সী ছাত্রীকে বুধবার ভোরে গুজরাট-রাজস্থান সীমান্তের কাছে গ্রেপ্তার করা হয়েছে। বহু রাজ্য তল্লাশির পর রায়গড় গ্রামের কাছে তাদের দুজনকে আটক করা হয়েছে। 

মেহসানার বাসিন্দা ওই শিক্ষক তিন বছর ধরে ছেলেটিকে টিউশন পড়াতেন  এবং গত বছর তিনিই ছিলেন তার একমাত্র প্রাইভেট ছাত্র। দুজনেই একই সুরাট অ্যাপার্টমেন্ট ভবনে থাকতেন, শিক্ষক তৃতীয় তলায় এবং ছেলেটির পরিবার দ্বিতীয় তলায় থাকতেন।

পুলিশ জানিয়েছে যে নিখোঁজ হওয়ার সময় শিক্ষক একাধিকবার নাবালকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন, যার ফলে পুলিশ যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন প্রয়োগ করে। পাঁচ মাসের গর্ভবতী শিক্ষিকা ছেলেটিকেই বাবা দাবি করার পর কর্তৃপক্ষ ডিএনএ পরীক্ষারও নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack Survivor Lt. Vinay Karnwal: পহেলগাঁওয়ে নিহত লেফটেন্যান্টের জন্মদিনে ২২-এই বিধবা স্ত্রী বললেন, মুসলমানদের আমি...

ধরা পড়ার আগে তারা দুজন ভদোদরা, আহমেদাবাদ, জয়পুর, দিল্লি এবং বৃন্দাবন সহ বেশ কয়েকটি শহর ঘুরে দেখেন। তাদের সুরাটের অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে শিক্ষক ছেলেটিকে নিয়ে চলে যাচ্ছেন।

ছেলেটির বাবা নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করার পর, ওই শিক্ষিকা তার ১১ বছর বয়সী ছাত্রকে অপহরণ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন।

বাবা অভিযোগ করেছেন যে তাঁর ছেলে তার শিক্ষিকার সঙ্গে নিখোঁজ হয়েছেন,সেই শিক্ষিকা একই পাড়ায় থাকতেন। সোসাইটির সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে শিক্ষিকা ছেলেটিকে তার সঙ্গে নিয়ে গেছেন। এরপর, পুলিশ তাদের তদন্ত শুরু করেছে।

জিজ্ঞাসাবাদের সময় মানসী প্রথমে পুলিশকে বলেছিল যে ছেলেটি তার টিউশন ক্লাসে যেত এবং পড়াশোনার জন্য বাড়িতে তাকে তিরস্কার করা হত, অন্যদিকে তার পরিবারের কাছ থেকে বিয়ে করার চাপের মুখে পড়ে। হতাশ হয়ে তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সুরাটে ফিরে আসার আগে দিল্লি এবং জয়পুরে ভ্রমণ করে।

আরও পড়ুন: Assam man killed woman just after bail: হিংস্র ধর্ষক! মেয়েকে 'ভোগদখল', জেল থেকে জামিনে বেরিয়েই বদলা নিতে মাকে খুন...

পুলিশের ডেপুটি কমিশনার ভাগীরথ গাধভি নিশ্চিত করেছেন যে, শিক্ষক নাবালকটিকে পালানোর সময় বিভিন্ন স্থানে যৌন নির্যাতন করেছেন। পুনা পুলিশ ছেলেটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা দায়ের করেছে। শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং যৌন শোষণের জন্য POCSO আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে।

ডাক্তারি পরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির ১২৭ ধারায় মামলা দায়ের করেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Read More