ওয়েব ডেস্ক: দেশের রেলযাত্রীদের জন্য ভালো খবর। রেলমন্ত্রী সুরেশ প্রভু যাত্রীদের সুবিধার জন্য তিনটে নতুন প্রকল্প চালু হল। টিটিই এবং বেডরোল নিয়ে যাত্রীদের নানারকম সমস্যা হয়। কিন্তু এই তিন প্রকল্পের ফলে যাত্রীদেরও যেমন সুবিধা হবে, তেমনই আর্থিক লাভ হবে রেলেরও।
১) হ্যান্ড হেল্ট টার্মিনাস _ উত্তর রেলের জন্য সুবিধা হল, টিটিই-কে আর রিজার্ভেশন চার্ট নিয়ে ঘুরতে হবে না। গোটাটাই হবে অনলাইনে।
২) বেড রোল সুবিধা - এবার যাত্রীরা পাবেন ই বেড রোল প্রকল্প শুরু হল। এই সুবিধার জন্য ওই ই টিকিট কাটা যাত্রী মাত্র ১৪০ টাকা দিয়ে দুটো বেড সিট একটি বালিশ আর ১১০ টাকা দিয়ে একটা কম্বল নিতে পারবেন। অথবা ২৫০ টাকা দিয়ে সবটাই নিতে পারবেন।
৩) মোবাইল অ্যাপ্লিকেশন - সেকেন্দ্রাবাদে এটা শুরু হয়ে গেল। যাত্রী জেনারেল টিকিট অথবা প্ল্যাটফর্ম টিকিট নিজের মোবাইল থেকেও কিনতে পারবেন।